দেশের সকল ধর্ষণের বিচার ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বুধবার দুপুরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নীলফামারী জেলা শাখার উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নীলফামারী জেলা শাখার সভাপতি জাকারিয়া হোসেন, সাবেক সভাপতি মামুন ইসলাম ও রাছেল রানা, সহ-সভাপতি ফয়জুর রহমান, সাধারণ সম্পাদক তারিক বিন আজিজ, প্রশিক্ষণ সম্পাদক ফজলে রাব্বী জনি এবং প্রচার সম্পাদক এম রেজওয়ানুল হক।
মিছিল থেকে বক্তারা দ্রুততম সময়ে ধর্ষণের বিচার নিশ্চিত করতে বিচার বিভাগের বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানান। তারা বলেন, দৃষ্টান্তমূলক শাস্তির অভাবে ধর্ষণের ঘটনা বেড়ে চলেছে। এজন্য ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড কার্যকর করার বিধান রেখে প্রজ্ঞাপন জারির দাবি জানান তারা।
নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, দেশের নারীরা আজ নিরাপত্তা হীনতায় ভুগছে, ধর্ষণ ও নির্যাতনের ঘটনা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। তাই আইনের কঠোর প্রয়োগ এবং ন্যায়বিচার নিশ্চিত করাই অপরাধ দমনের প্রধান উপায়।
মিছিল শেষে নেতারা বলেন, ধর্ষণের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বাড়ানোর পাশাপাশি ইসলামী শিক্ষার প্রচার ও প্রসারই পারে একটি নিরাপদ সমাজ গঠন করতে। তারা সরকারের প্রতি আহ্বান জানান, ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করে নারীদের জন্য একটি নিরাপদ সমাজ গড়ে তুলতে কার্যকর ব্যবস্থা নেওয়া হোক।
মন্তব্য করুন