রংপুর জেলায় অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের অভিযান পরিচালনা করা হয়েছে।
১১ মার্চ ২০২৫ পরিবেশ অধিদপ্তর, রংপুর জেলা কার্যালয় ও গঙ্গাচড়া উপজেলা প্রশাসন, রংপুর এর যৌথ উদ্যোগে রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার বড়বিল ইউনিয়নের উত্তর পানাপুকুর এলাকায় অবস্থিত মেসার্স এ বি সি ব্রিকস ও মেসার্স এম ভি বি ব্রিকস নামক অবৈধ ইটভাটার চিমনী ভেঙ্গে ভাটা দুটির কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। অপর এক অভিযানে জেলা প্রশাসনের সহযোগিতায় পীরগঞ্জ উপজেলা প্রশাসনের নেতৃত্বে বাসুদেবপুর এলাকায় মেসার্স ই এস বি ব্রিকস ও দানিশনগর এলাকায় মেসার্স ভি ভি বি ব্রিকস নামক ইটভাটার চিমনী ভেঙ্গে ইটভাটা দুটির কার্যক্রম বন্ধ করে দয়া হয়। এসময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুসারে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ব্যতিত কৃষি জমি হতে মাটি সংগ্রহ করে ইটভাটা পরিচালনার অপরাধে মেসার্স ই এস বি ব্রিকস ইটভাটার মালিককে ১,০০,০০০/- (এক লক্ষ) ও মেসার্স ভি ভি বি ব্রিকস ইটভাটার মালিককে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।
মন্তব্য করুন