নদী ভাঙ্গনের ফলে ধীরে ধীরে ছোট হয়ে আসছে ১টি ইউনিয়ন নদ-নদীতে ঘেরা জয়নগর ইউনিয়ন। বরিশালে মেহেন্দিগঞ্জ ১৭ টি ইউনিয়ন নিয়ে উপজেলা গঠিত। কাজীরহাট থানা ৫টি ইউনিয়ন নিয়ে গঠিত। ১৫ নং জয়নগর ইউনিয়ন কাজীরহাট থানাধীন আওতাধীন চারদিকে নদীতে ঘেরা। রহমান খানঁ বাজার প্রায় শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান ও জামে মসজিদ এবং অস্থায়ী ইউনিয়ন পরিষদ অবস্থিত। বাজার থেকে নিকট বর্তী নদীর ভাঙ্গন চলে আসছে। রাক্ষুসে আড়িয়াল খা নদীর ভাঙ্গন করাল গ্রাস করছে ধীরে ধীরে জয়নগর ইউনিয়ন মানচিএ কমে যাচ্ছে। কাজীরহাট থানা উদ্ধোধনের লক্ষে মেহেন্দিগঞ্জ উপজেলার লতা ইউনিয়ন, দড়িচর খাজুরিয়া, চরএককরিয়া, আন্ধারমানিক ইউনিয়নের মানচিএ কেটে ১টি ইউনিয়ন রুপান্তিত হয় ১৫নং জয়নগর ইউনিয়ন নামে। ইউনিয়ন বাসীর বসবাস চরাঞ্চল দ্বীপের মধ্যে চার পাশ ঘেরা নদী নদী ও ছোট বড় খালে। এরপরও নদী ভাঙ্গনে ছোট হয়ে আসছে জয়নগর ইউনিয়ন। রহমান খাঁন বাজার থেকে চতুর্থ মুখী পয়েন্টে যাওয়া যায়। আড়িয়াল খাঁ নদী পাড় হলে চরএককরিয়া ইউনিয়ন হয়ে উপজেলা। অপরদিকে তুলাতলি সিমাপথ দিয়ে দড়িচর খাজুড়িয়া ইউনিয়ন এবং সাইক্লোল সেল্টার দিয়ে দিঘীর পাড় হয়ে ছোট নদী খেয়া পাড় হয়ে কাজীরহাট থানা বন্দর সহ বিভিন্ন স্থানে এবং গুচ্ছ গ্রামের রাস্তা হয়ে লতার নদী খেয়া পাড় হয়ে আন্ধারমানিক ইউনিয়নে প্রবেশ করা হয়। আড়িয়াল খাঁ নদীর করার গ্রাসে জয়নগর ইউনিয়ন মানচিএ যে ভাবে কমে যাচ্ছে কয়েক বছরের মধ্যে আংশিক জয়নগর থাকতে পারে বলে জয়নগর ইউনিয়নের এলাকার বাসিন্দারা জানিয়েছে। জয়নগর ইউনিয়ন ধরে রাখতে হলে নদী ভাঙ্গন রক্ষাতে সকল ধরনের ব্যবস্থা পদক্ষেপ নিতে হবে বলে জানায়।
মন্তব্য করুন