রংপুরের কাউনিয়ায় স্বামীর রেখে যাওয়া সম্পত্তির ভাগবাটোয়ারা নিয়ে বিরোধে ছেলে রিয়াজুল ইসলাম রুবেলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে মা মোছা: পেয়ারা বেগম। গত সোমবার রাত ৮টায় স্থানীয় জিন্নাহ্ অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, পেয়ারা বেগমের বড় মেয়ে জেসমিন বেগম। লিখিত বক্তব্যে জেসমিন বলেন, আমার বাবা আট মাস আগে মারা যাওয়ার পর তার রেখে যাওয়া সম্পত্তি আইন অনুযায়ী জমি সমবণ্টন করে দেওয়ার পরেও আমার ভাই রিয়াজুল ইসলাম রুবেল ও তার স্ত্রী আমার বাবা মারা পাওয়ার পূর্বে আমার মায়ের নামে বসতভিটাসহ আবাদী জমি মোট ৯৯ শতক দলিল করে দেয়। সেই জমিতে আমার মা ও আমি স্বামীসহ বসবাস করে আসিতেছি। কিন্তু আমার ভাই ও তার স্ত্রীর যোগসাজসে দলিলটি জাল বলে গত ২৮ জানুয়ারি রংপুর আদালতে একটি মামলা দায়ের করেন। মামলাটি প্রক্রিয়াধীন থাকা সত্ত্বেও আমার মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করে, মা বাড়ি থেকে বাহির না হইলে তাকে জোর করে বাড়ি থেকে বের করে দিবে বলে হুমকি দেয়। তিনি আরও বলেন, আমার মা যদি বাড়ি থেকে বের না হলে তার প্রাণনাশের হুমকি দেয়। বাধ্য হয়ে আমার মা পেয়ারা বেগম দলিলকৃত সম্পত্তির উপর ১৪৪ ধারা জারি করিলে আমার ভাই ও তার স্ত্রী মায়ের উপর ক্ষিপ্ত হয়ে গত ০৭/০৩/২০২৫ইং তারিখে এলোপাতারি মারপিট করিলে তার আত্মচিৎকারে আমি আমার স্বামীসহ মাকে বাঁচাতে এগিয়ে আসিলে আমাদেরকেও মারপিট করে। পরে আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থাকা অবস্থায় আমার ভাই রিয়াজুল ইসলাম রুবেল ও তার স্ত্রী থানায় অভিযোগ ও সংবাদ সম্মেলন করেছে। আমার ভাই এবং তার স্ত্রীর হুমকি অত্যাচারে আমি ও আমার পরিবার বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছি। সংবাদ সম্মেলনে পেয়ারা বেগমের ছোট মেয়ে শারমিন আক্তার ও জামাই মমিনুল ইসলাম, বড় মেয়ের জামাই আজাদুল ইসলাম উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন