নীলফামারীতে সহিংসতা ও নিপীড়নের বিরুদ্ধে ছাত্রদলের মানববন্ধন করা হয়েছে।
দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
১০ই মার্চ ২০২৫ সোমবার দুপুরে নীলফামারী সরকারী কলেজে ছাত্রদল সরকারী কলেজ শাখার উদ্যোগে এই কর্মসুচি পালন করা হয়।
এসময় বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্স ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মোজাম, সিনিয়র সহ-সভাপতি আতিকুল ইসলাম নিশান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস জীবন, সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক মোখলেছুর রহমান কাজল ও সদস্য সচিব আসলাম পারভেজ বিদ্যুৎ এবং ছাত্রদল কলেজ শাখার যুগ্ম আহবায়ক ফিরোজ আহমেদ সৈকত ও রইসুল ইসলাম রানা।
এতে সভাপতিত্ব করেন কলেজ ছাত্রদলের সদস্য সচিব পায়েলুজ্জামান রক্সি।
মন্তব্য করুন