রংপুরের মিঠাপুকুরে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের অভিযান পরিচালনা করা হয়েছে।
৯ মার্চ ২০২৫ পরিবেশ অধিদপ্তর, রংপুর জেলা কার্যালয় ও মিঠাপুকুর উপজেলা প্রশাসন, রংপুর এর যৌথ উদ্যোগে রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার রূপসী লালপুর এলাকায় অবস্থিত মেসার্স এন আর ডব্লিউ ব্রিকস ও মেসার্স এম এম বি ব্রিকস নামক অবৈধ ইটভাটার কিলন ভেঙ্গে ফায়ার সার্ভিসের মাধ্যমে পানি দিয়ে কিলনের আগুন নিভিয়ে ভাটা দুটির কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। এসময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুসারে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ব্যতিত কৃষি জমি হতে মাটি সংগ্রহ করে ইটভাটা পরিচালনার অপরাধে মেসার্স এন আর ডব্লিউ ব্রিকসের মালিককে ১,০০,০০০/- (এক লক্ষ) ও মেসার্স এম এম বি ব্রিকসের মালিককে ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। অভিযানে বিচারিক দায়িত্ব পালন করেন মিঠাপুকুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মুলতামিস বিল্লাহ। উক্ত অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মোঃ মাসউদুর রহমান। জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কমল কুমার বর্মন অভিযানে উপস্থিত ছিলেন। মিঠাপুকুর থানার একদল পুলিশ সদস্য অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।
মন্তব্য করুন