নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার অবৈধ ইটভাটাসমূহের বিরুদ্ধে মহামান্য হাইকোর্ট বিভাগের রীট পিটিশন নং ১৩৭০৫/২০২২ এর নির্দেশনা মোতাবেক অভিযান কার্যক্রম পরিচালনা করা হয়।
৮ই মার্চ ২০২৫ জেলা প্রশাসন, নীলফামারী ও পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয় এর যৌথ উদ্যোগে নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলায় অবস্থিত অবৈধ ইটভাটাসমূহের বিরুদ্ধে অভিযান কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময়ে মোঃ জোবেদুল ইসলাম এর মালিকানাধীন মেসার্স ইউ বি এল ব্রিকস ও মোঃ জোবায়ের রহমান এর মালিকানাধীন মেসার্স আল মদিনা ব্রিকস নামক ইটভাটা দুইটিকে মহামান্য হাইকোর্ট বিভাগের রীট পিটিশন নং ১৩৭০৫/২০২২ এর নির্দেশনা মোতাবেক উক্ত ইটভাটা দুইটির কিলন স্কেভেটর দিয়ে গুড়িয়ে দেয়াসহ চিমনি আংশিক ভেঙ্গে দেওয়া হয়। উক্ত অভিযানে সৈয়দপুর উপজেলার নির্বাহী অফিসার মোঃ নূর-ই-আলম সিদ্দিকী, জেলা প্রশাসকের কার্যালয়, নীলফামারী এর সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহেলী নোশীন প্রত্যাশা এবং পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ আব্দুল্লাহ-আল-মামুন নেতৃত্ব প্রদান করেন।
পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলার সহকারী পরিচালক জনাব মোঃ আব্দুল্লাহ-আল-মামুন বলেন, এ সময়ে নীলফামারী জেলা পুলিশ, নীলফামারী সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর একদল সদস্য অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন। জেলা প্রশাসকের কার্যালয়, নীলফামারী ও পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয় পক্ষ থেকে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন