দিনাজপুরের চিনিরবন্দর উপজেলায় অবৈধভাবে ইটভাটা পরিচালনা করার অভিযোগে ১টি ইটভাটার চিমনি ভেঙ্গে দিয়েছে পরিবেশ অধিদপ্তর।
রবিবার (৯ মার্চ) বিকেল এ চিনিরবন্দর উপজেলায় অভিযান পরিচালনা করে দিনাজপুর জেলা পরিবেশ অধিদপ্তর ।
চিনিরবন্দর উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয় এর যৌথ উদ্যোগে
চিরিরবন্দর উপজেলায় অবস্থিত ০১টি অবৈধ ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের অপরাধে দ্রাম্যমান পরিচালনা করা হয়। এসময় পরিবেশগত ছাড়পত্র এবং জেলা প্রশাসকের লাইসেন্স ব্যতীত ইটভাটা পরিচালনা করার অপরাধে খোচনায় অবস্থিত মেসার্স আর এ ব্রিকস নামক ইটভাটার আগুন নিভিয়ে ও কিলনসহ চিমনী ভেঙ্গে দিয়ে কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়া হয়। উক্ত মোবাইল কোর্টে দায়িত্ব পালন করেন সহকারী কমিশনার(ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট রুনাল্ট চাকমা। এসময় পরিবেশ অধিদপ্তর, দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: মলিন মিয়াসহ ফায়ার সার্ভিস ,থানা পুলিশ,আনসার সদস্য ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন