সনাক নীলফামারী টিআইবি ইয়েস গ্রুপের ইয়েস সহদলনেতা (নারী) নির্বাচন করা হয়েছে।
সনাক নীলফামারী’র ইয়েস গ্রুপের সহদলনেতা (নারী) হিসেবে কুমারী বৃষ্টি রানী রায় দ্বিতীয় মেয়াদে মাসিক ইয়েস সভায় নির্বাচিত হয়েছেন। কুমারী বৃষ্টি রানী রায় আগামী ৬ মাসের ইয়েস দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, অদ্য ৫ মার্চ আয়োজিত ইয়েস সভায় সহদলনেতা (নারী) পদের নির্বাচনে ইয়েস গ্রুপের সম্মানিত আহ্বায়ক নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন, এবং ৩৪ জন ইয়েস সদস্য ভোটাধিকার প্রয়োগ করেন। সকলে গনতান্ত্রিকভাবে ভোট প্রদান করে। তার মধ্যে কুমারী বৃষ্টি রানী রায় ভোট পায় ১৮টি এবং ফারজানা আরিফ আক্তার পায় ১৬টি। হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে চুড়ান্ত পর্যায়ে বিজয়ী হন কুমারী বৃষ্টি রানী রায়।
মন্তব্য করুন