নীলফামারীতে হাইকোর্টর নির্দেশনা অনুয়ায়ী পরিবেশ অধিদপ্তরের অবৈধ ইটভাটা মনিটরিং ও মেসার্স এম বি সি ব্রিকস ইটভাটার চালু থাকায় আগুন পানি নিভিয়ে দেওয়া হয়।
৬ই মার্চ ২০২৫ মহামান্য হাইকোর্ট বিভাগের রীট পিটিশন নং ১৩৭০৫/২০২২ এর নির্দেশনা মোতাবেক জেলা প্রশাসন, নীলফামারী ও পরিবেশ অধিদপ্তর, নীলফামারী এর যৌথ উদ্যোগে নীলফামারী জেলাস্থ সৈয়দপুর উপজেলার অবৈধ ইটভাটাসমূহের বন্ধের মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময়ে অধিকাংশ ইটভাটার কার্যক্রম বন্ধ পাওয়া গেলেও জিয়ার বাজার এলাকায় মোঃ আতিকুল ইসলাম এর মালিকানাধীন মেসার্স এম বি সি ব্রিকস নামক ইটভাটাটি মহামান্য হাইকোর্ট বিভাগের নির্দেশ অমান্য করে পরিচালনার দায়ে ইটভাটাটির আগুন পানি দিয়ে নিভিয়ে দেওয়া হয়। এ সময় জেলা প্রশাসকের কার্যালয়, নীলফামারী এর বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুন্না রানী চন্দ মনিটরিং কার্যক্রমে নেতৃত্ব প্রদান করেন এবং পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আব্দুল্লাহ-আল-মামুন।
মন্তব্য করুন