নীলফামারী জলঢাকায় প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করছে কিশোরগঞ্জ জেলার পটিয়াদি উপজেলার মেয়ে পপি আক্তার। ভালোবাসার মানুষের সঙ্গে বিয়ে না হলে সে আত্মহত্যা করবে বলে হুমকি দেন। উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের পশ্চিম নেকবক্ত হাজি পাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। বুধবার বিকেলে সরেজমিনে গিয়ে জানা গেছে ওই এলাকায় জবেদুলের ইসলামের পুত্র সাকিল হোসেনের সঙ্গে কিশোরগঞ্জের পটিয়াদি উপজেলার বনপাড়া পশ্চিমপাড়া এলাকার কাজলের মেয়ে পপির ফেসবুকে আলাপ এবং প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সেই সুবাদে পপি প্রেমিককে স্বামী রুপে পেতে সাকিলের বাড়িতে এসে অনশন করছে। বিয়ে না হওয়া পযর্ন্ত তিনি কোথায় যাবেন না। তাকে মেনে না নিলে আত্মহত্যা করবেন বলেও হুমকি দেন। এব্যাপারে জবেদুল ইসলাম জানান ছেলে যেহুতু এরকম ঘটনা ঘটিয়েছে ও আমার সন্মানের ক্ষতি করেছে তারপরও আমি পপিকে শর্ত সাপেক্ষে মেনে নেবো। ভাটি অঞ্চলের মেয়ে উত্তরবঙ্গে এসে বিয়ের দাবিতে অনশনের ঘটনা শুনে প্রতিনিয়ত সেখানে হাজার হাজার মানুষ ভীড় জমাচ্ছে।
মন্তব্য করুন