রংপুর জেলায় অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের অভিযান করা হয়েছে।
০৫ মার্চ ২০২৫ পরিবেশ অধিদপ্তর, রংপুর জেলা কার্যালয় ও সদর উপজেলা প্রশাসন, রংপুর এর যৌথ উদ্যোগে রংপুর জেলার সদর উপজেলার পালিচড়ার রানীপুকুর ও সদ্য পুষ্করিণী এলাকায় অবস্থিত মেসার্স রংপুর ব্রিকস (আর বি এম) ও সনি ব্রিকস নামক অবৈধ ইটভাটার কিলন ভেঙ্গে ভাটা দুটির কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। অপর এক অভিযানে জেলা প্রশাসনের সহযোগিতায় মিঠাপুকুর উপজেলা প্রশাসনের নেতৃত্বে বালুচর এলাকায় মেসার্স এম টি এস ব্রিকস নামক ইটভাটার কিলন ভেঙ্গে দেয়াসহ মির্জাপুর এলাকায় মেসার্স এ এস বি ব্রিকস নামক ইটভাটার চিমনীসহ কিলন ভেঙ্গে ইটভাটা দুটির কার্যক্রম বন্ধ করে দয়া হয়। একইসাথে ইটভাটাগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এসময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুসারে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ব্যতিত কৃষি জমি হতে মাটি সংগ্রহ করে ইটভাটা পরিচালনার অপরাধে সদর উপজেলায় ইটভাটা মালিককে ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) ও মিঠাপুকুর উপজেলায় ইটভাটা মালিককে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।
মন্তব্য করুন