কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণের ভাড়া কেজি প্রতি সর্বোচ্চ ৬ টাকা ৭৫ পয়সা নির্ধারণ করেছে সরকার।
রোববার (২ ফেব্রুয়ারি) কৃষি বিপণন অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ রেজা আহমেদ খান সই করা এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কৃষি বিপণন আইন ২০১৮ এর ১৬ (খ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে কৃষি বিপণন অধিদপ্তর দেশের বিভিন্ন কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণের জন্য কেজি প্রতি সর্বোচ্চ ৬ টাকা ৭৫ পয়সা হারে ভাড়া নির্ধারণ করা হল। সম্প্রতি কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন আলু সংরক্ষণে কেজি প্রতি টাকা টাকা নির্ধারণের সিদ্ধান্ত নিলে চাষী এবং ব্যবসায়ীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান।
এর আগে বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন প্রতি কেজি আলু রাখার হিমাগার ভাড়া এক টাকা বাড়িয়ে আট টাকা করে। আগে যেখানে এক বস্তায় ৮০ কেজি আলু রাখা সম্ভব ছিল, সেখানে চলতি বছর থেকে ৫০ কেজির বেশি রাখা যাবে না বলে তারা সিদ্ধান্ত নেয়।
বস্তার বদলে কেজি হিসেবে খরচ গুনতে হবে। চাষিরা এই ভাড়া বাড়ানোর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে একে অযৌক্তিক বলে দাবি করেন।
মন্তব্য করুন