ময়মনসিংহের তারাকান্দায় ল’এন্ড হিউম্যান রাইটস সোসাইটি বাংলাদেশ তারাকান্দা উপজেলা শাখা কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় তারাকান্দায় বাস স্ট্যান্ড সংলগ্ন জনি টেলিকম সেন্টারে জেলা শাখার সভাপতি প্রফেসর কামরুজ্জামান সোহেল সভাপতিত্বে জেলা শাখার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম পরিচালনায় ময়মনসিংহ বিভাগীয় কমিটির সভাপতি লায়ন আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক শেখ ফিরোজ আহমাদ স্বাক্ষরিত সভাপতি প্রফেসর আব্দুর রউফ মন্ডল ও তারাকান্দা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক জুনায়েদ হোসেন আকন্দকে সাধারণ সম্পাদক করা হয়।
এছাড়াও সহ সভাপতি আনিসুর রহমান ও ফরহাদুল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক গোপালপুর বাজার সমিতির সভাপতি হুমায়ুন কবির জুয়েল ও তরিকুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক শওকত ,আইন বিষয়ক সম্পাদক রুহুল আমিন, অর্থ সম্পাদক কামরুল ইসলাম,পরিবেশ বিষয়ক সম্পাদক সামিউল ইসলাম,সদস্য গণ এস এম কামাল হায়দার,উজ্জ্বল সরকার,বাদশা ফকির, এমদাদুল হক, রাসেল, আজিজুল হক৷
প্রধান অতিথি লায়ন আবুল কালাম আজাদ বলেন,সমাজে অধিকার বঞ্চিত মানুষের পাশে থেকে তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করণ করা আমাদের এই সংগঠনের মূল লক্ষ ৷
মন্তব্য করুন