বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কাজীরহাট থানা বিদ্যানন্দপুর মডেল ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মধ্যরতনপুর গ্রামে গত ১০ ফেব্রুয়ারি সন্ধ্যায় ঘোয়াল ঘরে। এবার দ্বিতীয় দফায় গৃহপালিত পশু গরুকে বলৎকার করে ঘটনা ঘটিয়ে মোটা অংকের জরিমানা দিলেন সেই ৭০ বছরের বৃদ্ধা বলে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। স্থাণীয় সূএে জানাগেছে, মৃত্যু করিম খানেঁর ছেলে আনিচ খানেঁর ঘোয়াল ঘরে সকলে অজান্তে প্রবেশ করে সন্ধ্রা ঘনিয়ে আসলে সেই বৃদ্ধা পাশের বাড়ির মৃত্যু নাজেম হাওলাদারের ছেলে ৭০ বছরের বৃদ্ধা রশিদ হাওলাদার। ঘোয়াল ঘরে গরু বাধা গরুকে বলৎকারের ঘটনা ঘটানোর সময় গরু ডাক চিৎকার করলে গরুর মালিক আনিচ খানঁ নিজেই দেখতে পায়। বৃদ্ধা আনিচ খানঁকে দেখে ঘোয়াল ঘর হতে বের হয়ে যায়। আনিচ খানঁ বিষয়টি সকলে জানিয়ে দেয়। ঘটনায় ৫ দিন পর স্থাণীয় ইউপি সদস্য মোঃ রিয়াজুল ইসলাম খানঁ, চরসন্তোষপুর গ্রামের সাইফুল ইসলাম হিরাসহ অনেকেই বিষয়টি নিয়ে শালিস বৈঠকে বসে। মিমাংসা করে দেয় বৃদ্ধা রশিদ হাওলাদারের এক লক্ষ বিশ হাজার টাকা জরিমানা করা হয়ে। উল্লেক্ষ ২ মাস পূর্বে পাশের বাড়ির গরু মালিক বিধবা রাবেয়া বেগমের গৃহপালিত গরু (বাছুর) কে একই কায়দায় বলৎকারের ঘটনা ঘটায় স্থাণীয়রা দেখে এলাকায় জানাজানি হলে শালিস বৈঠক হয় বৈঠকে বাছুরের দাম ২৫ হাজার টাকা দাম নির্ধারন করা হলেও ৫০ হাজার টাকা জরিমানা দিয়ে আসে। এ বিষয় ইউপি সদস্য রিয়াজুল ইসলামের নিকট জানতে চাইলে ঘটনা সত্যতা স্বিকার করে বলে গরুর দাম এক লক্ষ বিশ হাজার টাকা। গরুর মালিক আনিচ খানঁকে নগদ টাকা বুঝিয়ে দেওয়া হয় অপর দিকে গরু বুঝিয়ে দেওয়া হয় লম্পট বৃদ্ধার ছেলেকে। সাইফুল ইসলাম হিরার সাথে কথা হলে তিনি ঘটনা সত্যতা স্বিকার করে বলে লুচ্চা রশিদ হাওলাদার এমন কান্ড কি ভাবে গরুর সাথে করে।
মন্তব্য করুন