বাংলাদেশ চলচিএ ফ্লিমে এখন ধস নেমেছে। সিনেমা হলে এখন দর্শক শূন্য কোঠায় পৌছায়। চলচিএে ধসের কারন হলে মোবাইল ফোনের কারন। এমন ধসের কথা বলেন চলচিএের সাথে সংযুক্ত ব্যাক্তিরা।বংলাদেশে সিনেমা হল গুলো বন্ধ হয়ে গেলেও নামমাএা কয়েকটি হল এখনও চলমান আছে। তাও খুড়িয়ে খুড়িয়ে চলছে কিছু কিছু নামিদামী সিনেমা হল লোকসান দিয়ে চালিয়ে যাচ্ছে হল মালিকেরা। বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলায় ২টি সিনেমা হল আজাদ ও রাজলক্ষি বন্ধ হয়ে গেছে। মুলাদী উপজেলায় মামুন সিনেমা হল এখন মার্কেটে পরিনত হয়েছে। হিজলা উপজেলার হিজলা টেক পৌরসভা সংলগ্ন ঝলক সিনেমা হল ভুতুড়ে অন্ধকার তালা বদ্ধ অবস্থায় পড়ে আছে। চার পাশে ময়লা আবর্জনার ভাগারো পরিনত এবং লোকজনের প্রসাবের জায়গা হিসাবে বেচেঁ নিয়েছে। সরজমিনে গেলে জানাগেছে, হিজলা টেক ঝলক সিনেমা হলের মালিক মরহুম ধলু চৌধুরী খুন্নার বাসিন্দা। এই সিনেমা হল উদ্ধোধন হয় ২৮ শে জানুয়ারী ১৯৮৯ সালে। উদ্ধোধন করেন বাকেরগঞ্জ জেলা প্রশাসক মোঃ সাইফুদ্দীন। হল মালিকের ঘনিষ্ঠ এক ব্যাক্তি জানায়, সিনেমা হল উদ্ভোধনের পর পরই অনেক দর্শক সিনেমা হলে ছবি দেখার জন্য উপভোগ করতে আসছে। এখন কেউ আসে না। সিনেমা হল হল পড়ে আছে ভুতুড়ে অন্ধকারে দর্শক শূন্য কোঠায়। যেমন চলচিএে সিনেমা হল গুলেঅতে কেউ ফ্লিমের ছবি দেখতে চায় না। সকলেই হাতের মুঠোয় মোবাইল ফোনের মাধ্যমে পেয়ে যাচ্ছে।
মন্তব্য করুন