উন্নয়নের ধারা অব্যহত রাখতে এলাকাবাসীর কাছে প্রমান করে দিয়েছে র্দীঘ বছর যাবৎ ২ উপজেলা বাসীর খালের উপর স্মরন কালের ভয়াবহ দূর্ঘটনার কাঠের সেতু। এমন কতা গুলো জানিয়েছে বরিশাল জেলার হিজলা উপজেলার হিজলা ডিগ্রী কলেজের শিক্ষার্থীরা। অভিযোগ উঠেছে কাঠের সেতু নিয়ে। হিজলা উপজেলার ও মেহেন্দিগঞ্জ উপজেলার সিমান্তবর্তী খালের উপর কাঠের সেতু। স্থাণীয়রা প্রায় ৩০ বছর পূর্বে সুপারী ও বাঁশ গাছ দিয়ে সাকোঁ তৈরী করেন। পরে কাঠ দিয়ে ব্রিজের মতো সেতু তৈরী করেন। অতঃপরও ২ উপজেলার বাসীর জনপ্রতিনিধির নজরে আসলেও কর্নপাত করেনা। হিজলা উপজেলার হিজলা ডিগ্রী কলেজ সংলগ্ন ও মেহেন্দিগঞ্জ উপজেলার কাজীরহাট থানাধীন আন্ধারমানিক ইউনিয়নের ২নং ওয়ার্ডের গ্রামে খালের উপর অবস্থিত। জানাগেছে, এই কাঠের সেতু দিয়ে ২ উপজেলা বাসীর যোগাযোগ মাধ্যম সেতু পারাপারে অনেকই দূর্ঘটনার শিকার হয়েছে।আন্ধারমানিক বাসিন্ধারা এই সেতু পার হয়ে অল্প সময়ের মাধ্যমে হিজলা উপজেলার হিজলা পুরাতন টেক, পৌরসভা, হিজলা উপজেলা স্বাস্থ্য কেন্দ্র ও বরিশাল যাতায়তের গাড়ি স্টোশন সহ বিভিন্ন স্থানে পৌছাতে সময় লাগে কম। কলেজ ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সহ অনেকই সহজ মাধ্যম বেচে নিয়েছে কাঠের সেতু। এছাড়া ভিন্ন উপায় আছে খুন্না বন্দর ও পুরাতন হিজলা টেক ২টি ব্রিজ পারাপারের মাধ্যম। ২ উপজেলা বাসীর সহজ মাধ্যম পারপারের ব্যবস্থা করে দিলে দূর্ঘটনা সহ সময় ব্যবধান কমে আসবে বলে সূএে জানাগেছে। ২ উপজেলা বাসীর দাবী অচিরেই কাঠের সেতুর পরির্বতে ব্রিজ নির্মানের দাবী জানিয়েছেন।
মন্তব্য করুন