বিএনপির চেয়ারপার্সেনের উপদেষ্ঠা ও সাবেক বিরোধী দলীয় চীফ হুইপ জয়নাল আবেদীন ফারুক বলেছেন, আমরা দিনের ভোট আর রাতে চাই না। আর মৃত ব্যক্তির ভোট চাই না শেখ হাসিনার তৈরী করা আয়নাঘরও চাই না। দুপুরে নীলফামারীর শহীদ মিনার চত্বরে জেলা বিএনপির আয়োজনে এক জনসমাবেশে এসব কথা বলেন, সাবেক বিরোধীদলীয় হুইপ জয়নাল আবেদীন ফারুক। এছাড়াও তিনি বলেন, আমরা বেগম খালেদা জিয়ার শেখানো লড়াইয়ে বিগত ১৬বছরে পরাজিত হই নাই। পরাজিত হয়েছি পুলিশের বেনজির কাছে, পরাজিত হয়েছি হাসিনার আমলাদের কাছে। জনসমাবেশে সাবেক বিরোদলীয় চীফ হুইফ আরও বলেন, বিএনপি নীতিগতভাবে পরাজিত হয় নাই। ২০১৪ সালের নির্বাচনে শেখ হাসিনা যদি তত্ত্ববধায়ক সরকারের অধীনে সুষ্ঠ নিবার্চন দিতো তাহলে তাকে ভারতে আশ্রয় নিতে হতোনা। এছাড়াও পালিয়ে যাওয়া আওয়ামীলীগ নেতাকর্মীদের দেশে ফিরিয়ে আনার কথাও বলেন তিনি। যারা বিগতদিনে মানুষের হাত কেটেছে পা কেটেছে, নির্বাচনে বিএনপিকে নির্বাচনে অংশ গ্রহন করতে দেয় নাই। যারা চুরি করে দিনের ভোট রাতে দিয়েছে সেই এসপি, ডিসিদেরও আইনের আওতায় আনার দাবী জানান এই বিএনপি নেতা।
জনসমাবেশে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনশীল পর্যায়ে রাখা, অবনতিশীল আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণে জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা ও রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলাসহ বিভিন্ন জনদাবী তোলা হয়। এসময় জেলা বিএনপির সভাপতি আ খ ম আলমগীর সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জহুরুল আলমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির রংপুর বিভাগীয় জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবীব দুলু,সহ-সংগঠনিক সম্পাদক আধ্যাপক আমিনুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা।
মন্তব্য করুন