বালিয়াডাঙ্গী সরকারি বলিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
২৪ ফেব্রুয়ারী ২০২৫ বালিয়াডাঙ্গী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় ‘বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫’। দিনব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার দেবনথ। দিনটি ছিল শিক্ষক–শিক্ষার্থী ও অভিভাবকদের আনন্দ–উচ্ছ্বাসের উপলক্ষ।
‘কমিটমেন্ট–কারেজ–সাকসেস’ স্লোগানে আয়োজিত তৃতীয় ‘অ্যানুয়াল স্পোর্টস ডে’তে অংশ নেয় প্রতিষ্ঠানটির ছয় শতাধিক শিক্ষার্থী। মেয়ে শিক্ষার্থীরা অংশ নিয়ে মেতেছিল নিজেদের ক্রীড়ানৈপুণ্য দেখানোর উৎসবে।
জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয় এ আয়োজনের। বিভিন্ন রঙের বেলুন, ফেস্টুন, ব্যানার আর শিক্ষক–শিক্ষার্থীদের পরনে নির্দিষ্ট ‘স্পোর্টস ড্রেসে’ মাঠ প্রাঙ্গণ হয়ে ওঠে বর্ণিল ও জমজমাট। শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার দেবনাথ, বালিয়াডাঙ্গী উপজেলা জামায়াতের আমির অধ্যাপক রফিকুল ইসলাম, বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ ওসি শওকত আলী সরকার, মাধ্যমিক শিক্ষা অফিসার আলী সাহরিয়া, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক এ্যাডভোকেট জিল্লুর রহমান, বালিয়াডাঙ্গী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমসহ অন্যান্য শিক্ষককেরা সে সাথে আরো উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃবৃন্দ ।
প্রধান অতিথির বক্তব্যে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার দেবনাথ বলেন, জেলা প্রশাসক মহোদ্বয় বালিয়াডাঙ্গী উপজেলায় মেয়েদের জন্য একটা খেলার মাঠ নির্ধারণ করতে নির্দেশ দিয়েছেন।
এদিন মোট ১০০টি ইভেন্টে অংশ নেয় বালিয়াডাঙ্গী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর মধ্যে ছিল ৬০, ১০০ ও ২০০ মিটার দৌড়, বিস্কুট দৌড়, ঝুড়িতে বল সংগ্রহ, বেলুন ফাটানো দৌড়, ব্যাঙ–দৌড়, মোরগ–লড়াই, বল সংগ্রহ দৌড়, হাঁড়িভাঙা, ভারসাম্য দৌড়, বল নিক্ষেপ, গণিত–দৌড় ইত্যাদি। পাঁচটি জোনে ভাগ করে ৩৪টি গ্রুপে খেলা পরিচালিত হয়। প্রত্যেক শিক্ষার্থীকে তিনটি করে খেলায় অংশগ্রহণ করতে দেখা যায়।
মন্তব্য করুন