সিরাজগঞ্জে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির ফুড প্যাকেট বিতরণ করা হয়েছে।
মাহে রমজানে নিরাপদ সেহরি ও ইফতার নিশ্চিতকরণের লক্ষ্যে সিরাজগঞ্জ সদর চন্ডিদাসগাঁতী সৈয়দ আকবর আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি এর পক্ষ থেকে ফুড প্যাকেট বিতরণ করা হয়েছে। ফুড প্যাকেট বিতরণ অনুষ্ঠানসমূহে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দোস্ত এইডের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী।
২২ই ফেব্রুয়ারী অনুষ্ঠিত খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির, সৈয়দ আকবর আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াদুদ তালুকদার, দোস্ত এইডের প্রজেক্ট ম্যানেজার আবুল কায়েস মো: নাজমুল হাসান, এক্সিকিউটিভ দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি মতিয়ার রহমান, রুহুল আমিন সজলসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাবৃন্দসহ আরো অনেকে।
উল্লেখ্য প্রতিটি পরিবার চাল, ময়দা, তেল, খেজুর, ছোলাসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী সম্বলিত ৫১ কেজি প্যাকেজ রয়েছে।
মন্তব্য করুন