বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ চরাঞ্চল দ্বীপ চরএককরিয়া ইউনিয়নের পূর্বকান্দি পূর্বপার গ্রামের ছোট খালের উপর ব্রিজ মরন ফাদঁ। ব্রিজটি বুড়িবাড়ি মসজিদ সংলগ্ন অবস্থিত। স্থাণীয় সূএে জানাগেছে, পাটা ব্রিজ ভেঙ্গে গেলেও দূর্ভোগের কতা স্বিকার করেও পারাপার হয়। এলাকাবাসী জানায়, দৈনিক শত শত লোকজন এই ব্রিজ পার হয়ে কয়েটি গ্রামে যেতে হয়। বুড়ি বাড়ি মসজিদে নামাজ আদায় করার জন্য মুসুল্লিগন পার হয়ে আসতে হয়। পূর্বকান্দি পূর্বপার গ্রামের লোকজন জানায়, পাটা ব্রিজ ভেঙ্গে পড়ে গেছে স্থাণীয়া একটি পাটা ব্রিজের উপর দিয়ে কষ্ট জীবনের ঝুঁকি নিয়ে পার হয়। বৃদ্ধ ও শিশু মহিলাদের পারপারে যে কোন সময় মরন ফাদঁ দাড়িয়েছে। স্থাণীয় জনপ্রতিনিধি এলাকাবাসীর দূঃখ কষ্টের কথা ভাবছেনা। এই ব্রিজ দিয়ে পারপারে যে কোন সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটে যেতে পারে। এলাকাবাসীর কথা সুখ দুখের কথা ভেবে অতিদ্রুত পাটা ব্রিজটি মেরামত করা অতি জরুরী বলে মনে করেন।
মন্তব্য করুন