‘বাংলাদেশকে বদলাই, বিশ্বকে বদলাই’ এই প্রতিপাদ্যে নীলফামারীতে ৮দিন ব্যাপী প্রাণের অমর ২১ শে বই মেলা-২০২৫ উদ্বোধন হয়েছে।
আজ ২১শে ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ৪.৩০ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে নীলফামারী জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা সরকারি গণগ্রন্থাগারের সহযোগিতায় ৮দিন ব্যাপী প্রাণের অমর একুশে বই মেলা ২০২৫ উদ্বোধন হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নায়িরুজ্জামান। এসময় সভাপতিত্ব করেন নীলফামারী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলার পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) মোহসিন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নীলফামারী জেলা শাখার সভাপতি আ.খ.ম. আলমগীর সরকার, বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলা শাখার আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল সাত্তার। স্বাগত বক্তব্য রাখেন জেলা সরকারি গণগ্রন্থাগারের সহকারী লাইব্রেরিয়ান মোঃ সহিদুল হক। এছাড়াও এসময় নীলফামারী জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সৈয়দ মেহেদী হাসান আশিক, সদস্য সচিব মো: আলিফ সিদ্দিকী প্রান্তর, যুগ্ম আহ্বায়ক বোরহান আহমেদ, রাইসুল ইসলাম অম্লান সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত বই মেলায় বিভিন্ন পর্যায়ের ২৪টি স্টল অংশগ্রহণ করে।
মন্তব্য করুন