নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলাধীন সনামধন্য বিদ্যাপীঠ গাড়াগ্রাম দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়। যেখানে বিগত বছরগুলো থেকে ব্যতিক্রম উদ্যোগে এ বছরের শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়।
এ বছরে ২০শে ফেব্রুয়ারি ২০২৫ বৃহস্পতিবার বিদ্যালয়ের শিক্ষাথীদের নিয়ে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগীতার আয়োজন করা হয়। ২১শে ফেব্রুয়ারি ২০২৫ শুক্রবার ১২.০১ মিনিটে শহীদ মিনারে পুষ্পস্তাবক অর্পণ, ৬.০০ টায় বিদ্যালয় চত্বরে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিতকরণ, ৬.৩০ মিনিটে প্রভাত ফেরী, ০৯.০০ টায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং এসএসসি ব্যাচ ২০২৫ সালের শিক্ষার্থীদের বিদায়ী সম্পর্কে আলোচনা সভা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগীতার পুরুষ্কার বিতরণ ও শেষে ভাষা শহীদ ও পরীক্ষার্থী উদেশ্যে দোয়া’র অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্তিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুল কাফী, বিদ্যালয়ের সভাপতি গোলাম মোঃ শামীম মোস্তাজীর। এছাড়াও এসময় উপস্তিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, সকল ছাত্র ছাত্রী, অভিভাবকবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসহ এলাকার গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ।
মন্তব্য করুন