বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কাজীরহাট থানাধীন লতা ইউনিয়নের সোনাপুর গ্রামে ভূইয়া বাড়ি ব্রিজের পাশে ৩ রাস্তা মোড় ১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার রাত ১০ ঘটিকায় শ্লোগান দেয়। কে বলে রে মুজিব নাই মুজিব সাড়া বাংলায় জয়বাংলা জয়বঙ্গবন্ধু। শ্লোগানের শেষে ৩টি বিকট শব্দ হয় বলে জানাগেছে। সরোজমিনে জানায়,বিকট শব্দের আওয়াজ পেয়ে কাজীরহাট থানা পুলিশ অফিসার্স ইনচার্জ ওসি মোঃ মিজানুর রহমান ও সঙ্গীয় ফোর্স ঘটনা স্থলে এসে রাস্তা থেকে পিস্তলের ২ রাউন্ড গুলি ও লাল কস্টেপ দিয়ে মোড়ানো ৩টি ককটেল উদ্ধার করে কাজীরহাট থানায় নিয়ে যায়। এ সময় লতা ইউনিয়নের বিএনপি সভাপতি হুমায়ন কবির শাহিন জানায়, আমি রাতে বাসায় যাবার পথি মধ্যে আমাকে লক্ষ করে গুলি করা হয় অল্পের জন্য আমি বেচে গেছি।আমি লোক জনদের চিনতে পেরেছি আমার হাতে টর্চ লাইট ছিল ১০ থেকে ১৫ জন আওয়ামীলীগের লোকজন জয়বাংলার শ্লোগান দিয়ে ককটেল ফাটিয়ে দৌড়ে পালিয়ে যায়। আমার সাথে ছিল আতাউর রহমান পিল্টু, রাকিব,রাজ্জাক,রিদয় সহ ৭/৮ জন আমাকে এগিয়ে দেওয়ার জন্য ব্রিজের নিকট গেলে ঘটনা ঘটে। লতা ইউনিয়ন সাবেক বিএনপি সাধারন সম্পাদক নাজমুল হক তিনু জানায়, আমি বাসায় ছিলাম বিকট শব্দ ও জয়বাংলার শ্লোগান শুনে থানা পুলিশ কে সংবাদ দেই। আতাউর রহমান পিল্টু বলেন আমরা কয়েকজন মিলে সভাপতিকে এগিয়ে দেবার জন্য কাজীরহাট বাজর হতে রওনা দিয়ে ব্রিজের কাছে আসলে দেখি ১০/১২ জন লোক জয়বাংলা শ্লোগান দিয়ে গুলি ছোড়ে আমরা ডাক চিৎকার দিলে ককটেল ফাটিয়ে চলে যায়। কাজীরহাট থানা অফিসার্স ইনচার্জ ওসি মোঃ মিজানুর রহমান জানায়, গুলি ও ককটেল এবং বিস্ফোরিত ককটেলের বস্তু উদ্ধার করা হয়।
মন্তব্য করুন