“আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস” উপলক্ষে ছাত্রবন্ধন সোসাইটির আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে নীলফামারী শহরের ৪ টি শিক্ষাপ্রতিষ্ঠান (রাবেয়া বালিকা বিদ্যা নিকেতন, ছমির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ, নীলফামারী ক্যাডেট একাডেমি ও মমতাজ মেমোরিয়াল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ) এর ৬ষ্ঠ ও ৭ম শ্রেনীর ক্ষুদে চিত্রশিল্পীরা এতে অংশগ্রহণ করে।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ছাত্রবন্ধন সোসাইটির সিনিয়র সহ-সভাপতি মোঃ রেজওয়ান রিয়াদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মাহাফিজুর রহমান খান, প্রধান শিক্ষক, রাবেয়া বালিকা বিদ্যানিকেতন।
ছাত্রবন্ধন সোসাইটির সাংগঠনিক সম্পাদক মোঃ মোর্শেদ আলম এর সভাপতিত্বে চিত্রাঙ্কন প্রতিযোগিতা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ আশেকে রসুল অন্ত। এছাড়াও কোষাধ্যক্ষ, আরাফাত হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সোহাগ ইসলাম ও অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি
ছাত্রবন্ধন সোসাইটির পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বৃক্ষ উপহার হিসেবে তুলে দেন।
মন্তব্য করুন