নীলফামারীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ই ফেব্রুয়ারি) বিকাল ৩টায় নীলফামারী জেলা জামায়াতের আয়োজনে এক বিশাল বিক্ষোভ সমাবেশ ও মিছিল বের করা হয়। মিছিলটির নেতৃত্ব দেন নীলফামারী জেলা আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।
নীলফামারীর বড় বাজার ট্রাফিক মোড় থেকে মিছিলটি শুরু হয়ে মুহূর্তেই পুরো শহর মিছিলের নগরীতে রূপ নেয়। জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নীলফামারী চৌরঙ্গী মোড়ে জমায়েত হয়। হাজারো মানুষ ঐক্যবদ্ধ কণ্ঠে একই দাবি তুলে ধরেন ” অবিলম্বে এটিএম আজহারুল ইসলামের মুক্তি চাই, দিতে হবে’” এ সময় মিছিলে স্লোগানে উত্তাল হয়ে উঠে পুরো শহর।
এসময় জামায়াতে ইসলামীর রংপুর-দিনাজপুর অঞ্চল টিম সদস্য মুহাম্মদ আব্দুর রশীদ বলেন, আগামী ২০ তারিখের মধ্যেই অন্তবর্তীকালীন সরকারের কাছে দলের শীর্ষ নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবি জানিয়েছেন।
তিনি আরও বলেন, “মিথ্যা সাক্ষ্যের ভিত্তিতে এক যুগ ধরে আমাদের নেতাকে কারাবন্দী করে রাখা হয়েছে। আমরা আর নীরব থাকবো না। যদি আমাদের এই ন্যায্য দাবি মানা না হয়, তাহলে এরপর থেকে একমাত্র এটিএম আজহারুল ভাইয়ের মুক্তির দাবিতেই এক দফা আন্দোলনে মাঠে নামবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।”
জেলা আমির অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার তার বক্তব্যে বলেন, “আমরা আজ এখানে সমবেত হয়েছি আমাদের প্রিয় নেতা বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল, মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে। আমরা স্মরণ করিয়ে দিতে চাই, এই অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের ৬ মাস ১০ দিন অতিবাহিত হয়েছে। কিন্তু এখনো আমরা ন্যায়বিচার দেখতে পাইনি। অবিলম্বে এটিএম আজহারুল ইসলামের মুক্তি দিতে হবে।”
সমাবেশে জেলা সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর ড. খাইরুল আনাম, জেলা শূরা সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফী, সৈয়দপুর উপজেলা আমীর হাফেজ আব্দুল মুন্তাকীম।
মিছিলে জেলার প্রায় ২০/২২ হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন। শান্তিপূর্ণ আন্দোলন চলবে, তবে দাবি মানা না হলে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।
মন্তব্য করুন