বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গসহযোগী সংগঠনের উদ্দ্যেগে বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কাজীরহাট থানাধীন লতা ইউনিয়নের কাজীরহাট বাজারে ১৯ ফেব্রুয়ারি বুধবার বিকাল ৫ ঘটিকায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেন। মিছিল কাজীরহাট বাজার অলিগলী প্রদক্ষিন করে ব্রিজের উপর শেষ করে প্রতিবাদ সমাবেশ করেন।সমাবেশে বক্তারা বলেন গত ১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার রাত ১০ ঘটিকায় লতা ইউনিয়ন বিএনপি সভাপতি(অবসরপ্রাপ্ত সেনা সদস্য) মোঃ হুমায়ন কবির শাহিন বাড়ি ফেরার পথি মধ্যে হত্যার উদ্দ্যেশে আওয়ামী সন্ত্রাসীদের এলোপাথাড়ি গুলি বর্ষণ ও বোমা বিস্ফোরনের প্রতিবাদে সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনার দাবীতে প্রতিবাদ সমাবেশও বিক্ষোভ মিছিল করেন। এ সময় উপস্থিত ছিলেন লতা ইউনিয়ন বিএনপি সভাপতি অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোঃ হুমায়ন কবির শাহিন, সাবেক সাধারন সম্পাদক নাজমুল হক তিনু, এম, আতাউর রহমান পিল্টু,মোঃ বাহাউদ্দিন, মোঃ মুরাদ হোসেন, মোঃ হুমায়ন কবির খানঁ, বশির আহম্মেদ খানঁ, ফয়সাল খানঁ প্রমুখ।
মন্তব্য করুন