বালিয়াডাঙ্গীতে তাঁতীদলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষীকি উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা তাতীদল।
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী তাঁতীদলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষীকি উপলক্ষে আজ মঙ্গলবার বিকাল ৪টায় দলীয় কার্যালয় হতে একটি র্যালি বেড় হয়। র্যালিতে প্রধান অতিথি হিসেবে অংশ নেয় জেলা বিএনপির সাধারন সম্পাদক মির্জা ফয়সাল আমিন। র্যালিটি বালিয়াডাঙ্গী চৌরাস্তার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় উপজেলা তাঁতীদলের সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারন সম্পাদক মির্জা ফয়সাল আমিন।
এসময় বক্তব্য রাখেন বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সৈয়দ আলম, সাধারন সম্পাদক ডক্টর টিএম মাহাবুবর রহমান, সহ সভাপতি আইয়ুব আলী খাঁন, উপজেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক রুবেল রানা প্রমুখ।
মন্তব্য করুন