দিনাজপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল এর ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে দিনাজপুর জেলা শাখার আয়োজনে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৮ ফেব্রুয়ারি-২০২৫ মঙ্গলবার বিকেলে জেলা বিএনপির দলীয় কার্যালয় হতে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। দলীয় কার্যালয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে জেলা তাঁতীদলের সভাপতি মোঃ রেজাউল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও দিনাজপুর পৌরসভার তিনবারের সাবেক মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম। সম্মানীত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোঃ মোকাররম হোসেন, সহসভাপতি মোঃ খালেকুজ্জামান বাবু, মাহবুব আহমেদ,মোঃ সোলায়মান মোল্লা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ, জেলা বিএনপির সাময়িক স্থগিতকৃত সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না, আনিসুর রহমান বাদশা, প্রচার সম্পাদক বাবু চৌধুরী ,কেন্দ্রীয় কৃষক দলের সদস্য শাহিন খান, জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ রফিকুল ইসলাম পাভেল প্রমুখ।
জেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক মোঃ হাসিনুর রহমান খান হাসু এর সার্বিক তত্ত্বাবধানে এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল কাইয়ুম, ত্রাণ বিষয়ক সম্পাদক মোঃ নাজিমুল হক লিটন, জেলা তাঁতি দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সেলিম হোসেন, পৌর তাঁতি দলের যুগ্ন আহবায়ক মেহেদী হাসান শরীফ,সদর উপজেলা তাঁতী দলের সভাপতি মোহাম্মদ বাবু, সিনিয়র সহসভাপতি মাসূদ রানা ডালিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুদ খান, সাংগঠনিক সম্পাদক হেলাল সিদ্দিক, ২নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মোঃ মাসুম রেজাসহ জেলা, পৌর, সদর উপজেলা, দিনাজপুর পৌর এলাকার ১২টি ওয়ার্ড তাঁতীদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
মন্তব্য করুন