প্রায় ৩ বছর যাবৎ ৩ টি রেন্টি গাছ খালের মধ্যে পড়ে আছে শিক্ষা প্রতিষ্টানের সম্পদ রেন্টি গাছ দেখার মতো কেউ নেই। প্রায় দেড় লক্ষাধিক টাকার সম্পদ। বরিশালের কাজীরহাট থানাধীন ২ নং লতা ইউনিয়নের উদয়পুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অধিনে খালের পাড়ে রেন্টি গাছ। প্রায় ৩ বছর পূর্বে বন্যায় রেন্টি গাছ খালের মধ্যে ফেলে দেয়। প্রতিষ্টান কর্তৃপক্ষের অবহেলায় পড়ে আছে ৩টি রেন্টি গাছ। গাছ নষ্ট হতে যাচ্ছে অপর দিকে খালের মধ্যে পড়ে থাকার কারনে বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্টি হলেও দূর্ঘটনা সহ ক্ষতির সম্মুক্ষিন খালের পাশ বলে স্থাণীয়দে অভিযোগ রয়েছে । সংশ্লিষ্ট সূএে জানাগেছে,৩টি গাছ থেকে ডালপালা সহ অধিকাংশ গাছ কেটে নেওয়া হয়েছে সরকারি প্রতিষ্টানের সম্পদ। প্রতিষ্টানের প্রধান শিক্ষক রেজুলেশ করে উপজেলা শিক্ষা কর্মকর্তা বরারবর আবেদন করে গাছ বিক্রি করে অথবা প্রতিষ্টানের আসবাপএ চেয়ার, টেবিল, ব্যাঞ্চ সহ বিভিন্ন কাজে ব্যবহার করা গেলে প্রতিষ্টান উন্নয়নে দাপ এগিয়ে যায়। গাছটি বন্যায় ফেলে দেওয়ার কিছু দিন পর যে দামে গাছটি বিক্রি করা গেলেও বর্তমান অধিক লোকসান দিয়ে বিক্রি করতে হবে।
মন্তব্য করুন