বরিশালের গৌরনদী উপজেলা হাসপাতাল থেকে দালাল সিন্ডিকেট দূরকরন, সেবার মান বৃদ্ধিসহ ৮দফা দাবীতে জেলার উত্তর জনপদের গুরুত্বপূর্ন চিকিৎসাসেবা কেন্দ্র গৌরনদী উপজেলা হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডঃ মনিরুজ্জামানকে অবরুদ্ধ করে বিক্ষোভ করেছে ছাএ জনতা। বরিবার সকাল ১০.৩০ মিনিটে বৈষম্য বিরোধী ছাএ, ছাএদল,ছাএ শিবির,ছাএ অধিকার পরিষদসহ ছাএ নেতারা তাকে হাসপাতালের নিজ কক্ষে ৮ দফা দাবী আদায়ের লক্ষে ঘন্টা ব্যাপী অবরুদ্ধ করে রাখেন। এ সময় ছাএ নেতারা হাসপাতাল প্রধান ডঃ মনিরুজ্জামানের অপসারনের দাবীতে বিভিন্ন শ্লোগান দিতে থাকেন। খবর পেয়ে থানা পুলিশ ও বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করেন।গৌরনদী উপজেলা ছাএ দলের আহবায়ক রুবেল গোমস্তা জানায়, গত ৭ মান পূর্বে হাসপাতালের বেশ কিছু ক্ষেএে সংস্কারের জন্য হাসপাতাল প্রধান ড. মনিরুজ্জামানের নিকট ৮ দফা দাবী পেশ করো হয়। অধ্যপতি সে কোন দাবী বাস্তবায়ন করেনি। সেই দাবী নিয়ে পূর্নরায় তার কাছে ছাএ সমাজের নেতৃবৃন্দরা আসেন। অতিদ্রুত দাবী গুলো বাস্তবায়নের আশ্বাষ দেওয়ায় ছাএ নেতৃবৃন্দ তাদের আন্দোলন স্থগিত করা হয়েছে।
মন্তব্য করুন