নীলফামারীতে ২১শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রাণের বই মেলা।
নীলফামারী জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ও নীলফামারী জেলা সরকারি গণগ্রন্থাগারের উদ্যোগে ২১শে ফেব্রুয়ারি ২০২৫ থেকে ২৮শে ফেব্রুয়ারিত পর্যন্ত ‘অমর একুশে বইমেলা ২০২৪’ শুরু হতে যাচ্ছে।
নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান মেলার উদ্বোধন করবেন। এছাড়াও এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, জেলার বিভিন্ন সরকারি কর্মকর্তা, জেলার বিভিন্ন পুস্তক বিক্রেতা, পাঠাগার ও উদ্যোক্তা বৃন্দ উপস্থিত থাকবেন।
আজ ১৭ই ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ৬ টার সময় দেখা যায় নীলফামারী শহীদ মিনার প্রাঙ্গণে ইতোমধ্যে অমর একুশে বই মেলার প্রস্তুতিমূলক কাজ শুরু হয়েছে।
নীলফামারী জেলার সহকারী লাইব্রেরীয়ান মো: সহিদুল হক জানায় সাংস্কৃতিক অনুষ্ঠান, বিতর্ক প্রতিযোগিতা, ব্লাড গ্রুপিং, সঙ্গীত ও আবৃত্তি প্রতিযোগিতার ব্যবস্থা থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন নীলফামারী জেলা সরকারি গণগ্রন্থাগারের সহকারী লাইব্রেরীয়ান মো: শহিদুল হক, নীলফামারী জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মো: আলিফ সিদ্দিকী প্রান্তর, যুগ্ম আহ্বায়ক বোরহান আহমেদ, রইসুল ইসলাম অম্লান, যুগ্ম সদস্য সচিব মো: রেজাউল ইসলাম প্রমুখ।
মন্তব্য করুন