নীলফামারীতে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে জেলা পযার্য়ের আন্তঃউপজেলা সিক্সে সাইড ক্রিকেট টুনামেন্ট সম্পন্ন হয়েছে।
১৭ই ফেব্রুয়ারি ২০২৫ এসো দেশ বদলাই পৃথিবী বদলাই প্রতিপাদ্য নিয়ে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে নীলফামারী জেলা পযার্য়ের আন্তঃউপজেলা সিক্সে সাইড ক্রিকেট টুনামেন্ট সম্পন্ন করা হয়েছে। টুনামেন্ট ৬ টি উপজেলার ক্রিকেট দল অংশ গ্রহণ করে।ফাইনাল খেলায় নীলফামারী সদর উপজেলা দল ডিমলা উপজেলা দল কে ১ উইকেট পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার আপ দলকে ট্রফি তুলেদেন মোহাম্মদ নায়িরুজ্জামান জেলা প্রশাসক নীলফামারী। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সাবিক) জ্যােতি বিকাশ চন্দ্র রায়। উক্ত অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ও পরিচালনা করেন নীলফামারী জেলা ক্রীড়া অফিসার মো: আবুল হাশেম। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন ক্রীড়া পরিদপ্তরে ব্যবস্থাপনায় জেলা ক্রীড়া অফিস নীলফামারীর বাষিক ক্রীড়া কমসূচি ২০২৪-২৫ এর আওতায় এই ক্রিকেট টুনামেন্টের আয়োজন করা হয়।
মন্তব্য করুন