রংপুরে সদরে ছওয়াবের ভলান্টিয়ারদের নিয়ে ভলন্টিয়ার মিটিং ও ১০০ টিউবওয়েল পরিদর্শন করা হয়েছে।
রংপুরে সদরে ছওয়াবের ভলান্টিয়ারদের নিয়ে ভলন্টিয়ার মিটিং অনুষ্ঠিত হয় এবং চলামন ও বাস্তবায়ন কৃত ১০০ টিউবওয়েল পরিদর্শন করে ছওয়াবের জেনারেল ম্যানেজারমোঃ লোকমান হোসেন তালুকদার,সহকারী ম্যানেজার(প্রোগ্রাম বিভাগ) মোঃআবু সাইদ (মুল্লা)। এ সময় লোকমান তালুকদার বলেন ভলান্টিয়ারা সব সময়ে মানবতার পাশে তারা সর্বদা প্রস্তুত থাকবেন, সামাজিক ভাবে গরিব,অসহায়,দুস্হ এতিমদের সাহায্যে তারা কঠোর ও কঠিন পরিশ্রম করে যাচ্ছে ছওয়াব ফাউন্ডেশনের পক্ষ থেকে ধন্যবাদ জানাই সবাইকে৷ আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ছওয়াব ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সকল কর্মকর্তাবৃন্দের সুস্থ রাখুন এবং সারা বাংলাদেশে জনসেবা মূলক কাজগুলো চলমান রেখে আমাদের স্বপ্নের ছওয়াব ফাউন্ডেশনকে সারা বিশ্বে আলোকবর্তিকার ন্যায় চলমান রাখুন।
মন্তব্য করুন