এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এই প্রতিপাদ্যে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে নীলফামারী জেলা পর্যায়ে আন্তঃউপজেলা ভলিবল ও ব্যাডমিন্টন টেনিস কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত হয়েছে।
ভলিবল প্রতিযোগিতায় কিশোরগঞ্জ উপজেলা ভলিবল দলকে জলঢাকা উপজেলা ভলিবল দল ২-১ সেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ডাবল জলঢাকা উপজেলা দল নীলফামারী সদর উপজেলা দলকে ২-০ সেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।সিঙ্গেল এ জলঢাকা উপজেলা দল ডোমার উপজেলা দলকে ২-০ সেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের পক্ষে নীলফামারী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নীলফামারী জেলা ক্রীড়া অফিসার মোঃ আবুল হাসেম। প্রতিযোগিতায় জেলার ৬ টি উপজেলা থেকে ৬ টি করে অংশগ্রহণ করে।
মন্তব্য করুন