নীলফামারী সদরের জুম্মা পড়া এলাকা থেকে একটি লক্ষ্মী পেঁচা উদ্ধার করা হয়।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে পাখি পরিবেশ জীব বৈচিত্র্য সংরক্ষণ কাজ নিয়ে স্বেচ্ছাসেবী সংগঠন সেতুবন্ধন যুব উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আলমগীর হোসেন লক্ষ্মী পেঁচাটি উদ্ধার করেন।
আলমগীর হোসেন বলেন, লক্ষ্মী পেঁচাটি অন্য কোনো প্রাণির আক্রমণে আহত হয়ে গাছ থেকে মাটিতে পড়ে যায় এটি দেখতে পায় নীলফামারী সদরের জুম্মাপাড়া এলাকার মোকেছদুল আলম নামের একজন ব্যক্তি পরবর্তীতে তিনি শালহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মনিরুজ্জামান (মনি)র সাথে যোগাযোগ করলে তিনি আমাদের পাখিটির বিষয়ে জানান। পেঁচাটি উদ্ধার করে সামাজিক বন বিভাগ সৈয়দপুর নিয়ে যাওয়া হয়।
সেখানে পাখিটিকে চিকিৎসার দেওয়া হচ্ছে। পেঁচাটি পুরোপুরি সুস্থ হতে দুই/তিনদিন সময় লাগবে। সুস্থ হওয়ার পর পেঁচাটিকে অবমুক্ত করে দেয়া হবে ।
মন্তব্য করুন