ঢাকা সাভার সিআরপিতে প্রতিবন্ধীদের মাঝে সেলাই মেশিন ও নগদ অর্থ প্রদান করা হয়েছে।
“প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয় বরং আর্শিবাদ” এই প্রতিপাদ্যে সমাজের পিছিয়ে পড়া প্রতিবন্ধী ব্যক্তিদের অর্থনৈতিক অধিকার এবং সমাজে তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে এবং তাদের স্বাবলম্বী করে তুলতে ১৩ই ফেব্রুয়ারি ২০২৫ বৃহস্পতিবার সিআরপি, সাভারে “স্বাবলম্বী” প্রজেক্ট এর প্রতিবন্ধী উপকারভোগী ব্যক্তিদের ফলোআপ করা,তাদের ব্যবসায়িক কর্মকাণ্ড গতিশীল করতে প্রতিবাদী ব্যক্তিদের নিয়ে একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিআরপির প্রতিষ্ঠাতা ভেলরি এ টেইলর এবং আলোচনা সভায় সভাপতিত্ব করেন, আর্ন এন্ড লিভের প্রতিষ্ঠাতা পরিচালক ফরিদা ইয়াসমিন জেসি। আলোচনা সভা শেষে, প্রতিবন্ধীদের মাঝে আর্ন এন্ড লিভের “স্বাবলম্বী” আওতায় ৫ টি সেলাই মেশিন ও ১০ জনকে নগদ অর্থ প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ভেলরি এ টেইলর বলেন, প্রতিবন্ধীদের চলাফেরা, খাওয়া, থাকা ইত্যাদি সব ক্ষেত্রে তারা কষ্ট করে থাকে। তারা চাইলেও একজন স্বাভাবিক মানুষের মত গুছিয়ে নিতে পারে না। আর্ন এন্ড লিভ কে ধন্যবাদ জানাই, সিআরপির অক্ষম মানুষের দিকে সুনজর দেয়ার জন্য।
আর্ন এন্ড লিভের প্রতিষ্ঠাতা পরিচালক ফরিদা ইয়াসমিন জেসি বলেন, আল্লাহ চাইলে জীবনের শেষ সময় পযর্ন্ত প্রতিবন্ধী মানুষের সেবা প্রত্যয়ে কাজ করে যাবো। কেননা,প্রতিবন্ধীরা সমাজ, রাষ্ট্র এবং পরিবার থেকে বঞ্চিত। তাদের অধিকার আদায়ে আর্ন এন্ড লিভ পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।
মন্তব্য করুন