ছওয়াবের ১১তম মসজিদের কাজের উদ্বোধন করা হয়েছে।
শনিবার ১৫ই ফেব্রুয়ারি ২০২৫ তারিখে বগুড়া জেলার দুপচাচিয়া উপজেলার জিয়ানগর ইউনিয়নের ছোট লিলাহালী বাজারে ছওয়াবের ১১তম মসজিদের কাজের উদ্বোধন করা হয়।
১৪৪০ স্কয়ার ফিটের মসজিদ, ওযুখানা, ইমামের রুম, টয়লেট সহ দৃষ্টিনন্দন মসজিদের কাজ উদ্বোধন করা হয়।
ছওয়াবের জেনারেল ম্যানাজার লোকমান হোসাইন তালুকদার এর সভাপতিত্বে মসজিদ কমিটির সেক্রেটারি ময়েজ উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বারের সভাপতি এডভোকেটের আতাউর রহমান মোক্তার। প্রধান বক্তা ছিলেন গুনাহার ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান নূর মোহাম্মদ আবু তাহের, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল মোহিত তালুকদার, মসজিদ কমিটির সভাপতি মোঃ শহিদুল ইসলাম, ছওয়াবের এসিস্ট্যান্ট ম্যানেজার আবু সাঈদ মোল্লা, ছওয়াবের প্রজেক্ট অফিসার পেয়ার আহমেদ সহ এলাকার গণ্যমান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ৫০০ লোকের উপস্থিতিতে মসজিদ উদ্বোধন করা হয়।
আটটি গ্রামের একটিমাত্র বাজার যাহা দীর্ঘদিন মসজিদ বিহীন ছিল,সওয়াবের উদ্যোগে মসজিদটি নির্মাণে এলাকাবাসী অনেক খুশি।।
মন্তব্য করুন