এমন এক ঘটনা স্বামী কে ডিভোর্স দেওয়ার অপরাধে ২ সন্তান কে দিয়ে মায়ের প্রায় ৫লক্ষা টাকা ক্ষতি করেছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি বরিশালের মেহেন্দিগঞ্জের কাজীরহাট থানাধীন বিদ্যানন্দপুর ইউনিয়নের মধ্যরতনপুর গ্রামে। ঘটনার বিবরনে জানাগেছে, বিদ্যানন্দপুর ইউনিয়নের ঘোল ও মাঠা বিক্রেতার ছেলে ফার্নিচার কর্মচারী শাহিন হাওলাদারের সাথে বিবাহ হয় লতা ইউনিয়নের মুত্যু আঃ রহিম খানের কন্যা সুরাইয়া বেগমের সাথে। সংসার জীবনে ২ ছেলে ১ কন্যা সন্তান জম্ম হয় সংসার জীবনে তাদের সুখ ছিল না। শাহিন পেশায় ফার্নিচার কর্মচারী নাম মাএায় কাজীরহাট বাজারে দোকান খুলে বসলেও সংসার পরিচালনায় হিমশিখ খেতে হয়। সংসার জীবনে সুখের চিন্তা করে সুরাইয়া বেগম বেশীর ভাগেই সন্তান নিয়ে বাবা বাড়ি থাকে। এমন কি একাধিক বার বাবার নিকট থেকে টাকা এনে দিলে দোকানে ফানির্চারের মালামাল তুলবে বলে টাকা নিয়ে আত্নগোপনে চলে গেলেও কয়েক মাস পার বাড়ি ফিরে আসে টাকা খরচ করে। এভাবে তাদের সংসার চলে প্রায় ১৮ বছর। গত ২০১৮ সালে স্ত্রীর র্স্বন অলংকার ও নগদ আশি হাজার টাকা নিয়ে লাপাত্তা স্বামী ও বড় ছেলে ইশতিয়াক। অবশেষে প্রায় ১ বছর অতিবাহীত হওয়ার পরে জানতে পায় বাবা ও ছেলে গাজীপুর এলাকায় আছে। গাজীপুর চলে যায় স্বামীর কাছে বড় মেয়ে ও ছোট ছেলে কে নিয়ে। বাসা ভাড়া নিয়ে থাকে কয়েকদিন পর চলে অমানবিক নির্যাতন এক পর্যায় রাত ১২ ঘটিকার সময় হত্যার চেষ্টা করে স্বামী। কিছুদিন পর বাসা ছেড়ে গ্রামে পাঠিয়ে দেয় স্ত্রী ও সন্তাদের। ২০২১ সালে স্বামী কে ডিভোর্স করেন স্ত্রী। বছর খাঁনেক পর কন্যা রিতু আক্তার (১৭)বিষপান করে আত্মহত্যার ঘটনা ঘটায়। এর জের ধরে ডিভোর্স প্রাপ্ত স্বামী ফাসাঁনোর জন্য ২ টি মামলা করেন। এবার নতুন কৌশল করে ডির্পোস প্রাপ্ত স্বামী ছোট ছেলে মোস্তাকিন (৮) কে দিয়ে। স্ত্রী আদালতে হাজিরা দিতে গেলে মায়ের বিরুদ্ধে শিখানো মনগড়া স্বাক্ষী দেয় ছেলে। আদালত জেল হাজতে প্রেরন করেন মায়েকে। ২ দিন পর বড় ছেলে ৪/৫ জন লোক নিয়ে মায়ের বসত ঘরে দিন দুপুরে চুরি মালামাল দাদা বাড়ি ভ্যান যোগে নিয়ে যায় এই ২ ঘটনায় আমার সন্তান কে দিয়ে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি করছে । আমি প্রশাসন ও উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট দাবী করছি তদন্ত পূর্বক অপরাধীদের আইনের ব্যবস্থা নেওয়ার জন্য।
মন্তব্য করুন