স্বেচ্ছাসেবী সংগঠন আর্ন এন্ড লিভ এর প্রতিষ্ঠাতা পরিচালক যুক্তরাজ্য প্রবাসী ফরিদা ইয়াসমিন জেসি বলেছেন, দেশে প্রতিবন্ধীদের উন্নয়নে কাজ করছে আর্ন এন্ড লিভ। এই সংগঠনের কার্যক্রম আমরা দেশের প্রতিটি জেলায় ছড়িয়ে দেয়ার পরিকল্পনা নিয়ে কাজ করছি। মির্জাপুর প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ফরিদা ইয়াসমিন জেসি তাঁর স্বেচ্ছাসেবী সংগঠনের চলমান বিভিন্ন মানবিক কর্মকান্ড ও সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা সাংবাদিকদের সামনে তুলে ধরেন।
এ সময় অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন প্রেসক্লাবের সভাপতি শামসুল ইসলাম সহিদ, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, সহসভাপতি জহিরুল ইসলাম শেলী, সাবেক সভাপতি নিরঞ্জন পাল, জাহাঙ্গীর হোসেন, সাবেক সাধারণ সম্পাদক সোহেল মোহসীন শিপন, এরশাদ মিঞা, সদস্য শিলা আক্তার, জুবায়ের হোসেন ও সানোয়ার হোসেন প্রমুখ।
ফরিদা ইয়াসমিন জেসি বলেন, আর্ন এন্ড লিভ এর কার্যক্রম প্রসারিত করতে মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়নে প্রায় এক একর ভূমি ক্রয় করা হয়েছে।
শীঘ্রই সেখানে বয়স্কদের জন্য বৃদ্ধাশ্রম, এতিমখানা, মসজিদ নির্মাণ ছাড়াও বৃদ্ধ ও এতিমদের বিনোদন কেন্দ্র নির্মাণ করা হবে। ভবিষ্যতে এই সংগঠনের কার্যক্রম দেশের প্রতিটি জেলায় প্রসারিত করার পরিকল্পনা নিয়ে কাজ করা হচ্ছে বলে তিনি জানান।
মন্তব্য করুন