আব্দুস সালাম,নীলফামারী
১১ ফেব্রুয়ারী ২০২৫, ৪:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নীলফামারীতে ছাত্রশিবিরের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্টিত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নীলফামারীতে দুই দিনব্যাপী এক বিশেষ ফ্রি মেডিকেল ক্যাম্প ও ফ্রি ঔষধ বিতরনের আয়োজন করেছেন ছাত্রশিবিরের শহর শাখার নেতাকর্মীরা।

মঙ্গলবার (১১ই ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় নীলফামারী বড় মাঠে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা শাখার নায়েবে আমির ড. খাইরুল আনাম। দুই দিনব্যাপী এই ফ্রি মেডিকেল ক্যাম্পের বিভিন্ন কার্ণার পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার মো. মোর্শেদ আলম ও অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের শহর শাখার সভাপতি মো. শফিকুল ইসলাম, সেক্রেটারি মো. মাজেদুল ইসলামসহ অন্যান্য নেতাকর্মী।

এদিন সকাল সাড়ে ১০টা থেকে শিক্ষার্থীসহ বিভিন্ন বয়সের নারী-পুরুষদের সারিবদ্ধভাবে চিকিৎসা নিতে দেখা যায়। দুই দিনব্যাপী এই ক্যাম্প চলবে বুধবার রাত ৮টা পর্যন্ত।চিকিৎসা নিতে আসা আনিসুর রহমান (৫০) বলেন, ‘আমি এখানে ডায়াবেটিস পরীক্ষা করাতে এসেছি। এখানে ফ্রি সেবা পাওয়ায় আমি খুব উপকৃত হয়েছি। এছাড়া ডাক্তারদের পরামর্শও বেশ ভালো লেগেছে। ছাত্রশিবির এমন মানবিক উদ্যোগ নিয়েছে, যা সত্যিই প্রশংসনীয়। ভবিষ্যতে এ ধরনের ক্যাম্প আরও বেশি হলে সাধারণ মানুষ অনেক উপকার পাবে।’
রক্ত পরীক্ষা করতে আসা নীলফামারী সরকারি কলেজের শিক্ষার্থী রাইসা আক্তার বলেন, ‘আমি অনেকদিন ধরেই আমার রক্তের গ্রুপ জানার প্রয়োজন অনুভব করছিলাম, কিন্তু সুযোগ হচ্ছিল না। ছাত্রশিবিরের এই ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করতে পেরে খুব উপকৃত হলাম। এছাড়া, ডায়াবেটিস চেকসহ অন্যান্য সেবাও পাওয়া যাচ্ছে, যা আমাদের মতো শিক্ষার্থীদের জন্য অনেক উপকারী। এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়, ভবিষ্যতেও এমন আয়োজন হোক—এটাই সকলের প্রত্যাশা।’
চিকিৎসা নিতে আসা মোছা. নাজমা বেগম বলেন, ‘বাহিরে ডাক্তার দেখাতে গেলে অনেক টাকার ভিজিট লাগে, ঔষুধ কিনতে হয় অনেক টাকার। ভালো চিকিৎসা নিতে পারছিলাম না। এখানে ফ্রি চিকিৎসা ও ওষুধ পাওয়ায় আমি খুবই খুশি। ডাক্তাররা খুব ভালো করে পরামর্শও দিয়েছেন। এ ধরনের সেবা আমাদের মতো সাধারণ মানুষের জন্য অনেক উপকার হবে।’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীলফামারী জেলা শাখার নায়েবে আমির ড. খাইরুল আনাম বলেন, ‘এই ধরনের মানবিক উদ্যোগ শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ উদাহরণ সৃষ্টি করবে। ছাত্রশিবিরের পক্ষ থেকে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প শিক্ষার্থীদের মধ্যে সমাজসেবা ও মানবিক দায়িত্ববোধের চেতনা জাগ্রত করবে।’

তিনি আরও বলেন, ‘শুধুমাত্র পড়াশোনা নয়, সমাজের প্রতি দায়বদ্ধতা ও মানুষের জন্য কিছু করা কতটা গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীরা যখন এই ধরনের উদ্যোগে অংশ নেবে, তখন তারা নিজেদের দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠবে, এবং ভবিষ্যতে এই ধরনের সেবামূলক কাজের প্রতি তাদের আগ্রহ আরও বাড়বে। এই ক্যাম্পের মাধ্যমে শিক্ষার্থীদের উৎসাহিত করবে এবং সমাজের প্রতি আরও কার্যকরী ভূমিকা পালন করবে।’

নীলফামারী শহর শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. শফিকুল ইসলাম বলেন, ‘দুই দিনব্যাপী এই ফ্রি মেডিকেল ক্যাম্প ছাত্রশিবিরের মানবিক উদ্যোগের একটি অংশ, যা আমরা আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজন করেছি। আমাদের লক্ষ্য হচ্ছে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তাদের স্বাস্থ্য সেবা প্রদান করা, যাতে তারা চিকিৎসা গ্রহণে কোনো বাধার সম্মুখীন না হন।’

তিনি আরও বলেন, ‘চিকিৎসা খরচের কারণে অনেকেই সেবা থেকে বঞ্চিত থাকেন, কিন্তু আমরা বিশ্বাস করি, এই ধরনের উদ্যোগ তাদের সাহায্য করতে পারে। আমাদের ছাত্রশিবির সবসময় সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে অঙ্গীকারবদ্ধ এবং ভবিষ্যতেও এ ধরনের সেবা কার্যক্রম চালিয়ে যাব, ইনশাআল্লাহ।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরীক্ষার প্রবেশপত্র হারানো বিজ্ঞপ্তি

দিনাজপুরে প্রযুক্তির শিক্ষার নতুন দিগন্তে এক্সিস আইটি এর শুভ উদ্বোধন

জলঢাকায় বাতাসে দুলছে ধানের শীষ- কৃষকের মুখে হাসির ঝিলিক

দিনাজপুর গুলশান মার্কেটে চাঁদা না দেয়ায় শাওমি শো-রুম ভাংচুর ও লুটপাট

দিনাজপুরে অসামাজিক কার্যকলাপে থাকাবস্থায় ৪ নারীসহ আটক ১০

সমাজ সেবক ডাক্তার মোস্তাফিজার রহমান বসুনিয়ার ইন্তেকাল

নীলফামারী দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি-শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক- গোলাম রব্বানী

উপকূলীয় ৫০০ পরিবারে পাশে দাঁড়ালো দোস্ত এইড

গাইবান্ধা পলাশবাড়ী উপজেলা হাসবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা শীর্ষক কর্মশালা

পঞ্চগড় জেলা ছাত্রদলের উদ্যোগে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ

১০

নীলফামারীতে ১৮তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উদযাপন উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা

১১

কাউনিয়ায় জনপ্রিয় অতন্দ্র জরিপ’ পদ্ধতি

১২

‘মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৫’ পদকে ভূষিত হলেন আব্দুল মোমিন

১৩

‘নীলফামারীতে হবে চীন সরকারের হাসপাতাল’

১৪

সংস্কার ছাড়া কোনো নির্বাচন হবে না জলঢাকায় জনসভায় জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান

১৫

নীলফামারীতে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা

১৬

নীলফামারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সাথে মতবিনিময়

১৭

হারানো বিজ্ঞপ্তি

১৮

ইসলামপুরে ৫০০ পরিবারের মাঝে ফুড প্যাকেট বিতরণ

১৯

দোস্ত এইড এর উদ্যোগে দুস্থ পরিবারের মাঝে খানসামায় বিনামূল্যে টিউবওয়েল বিতরন

২০