নিজস্ব প্রতিবেদন
১১ ফেব্রুয়ারী ২০২৫, ২:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডিসেম্বর ধরে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি, সরকার চাইলে আগে স্থানীয়

আগামী ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এর বাইরে এ মুহূর্তে অন্য নির্বাচনের প্রস্তুতি ইসি নিচ্ছে না। তবে সরকার চাইলে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করবে ইসি।

আজ মঙ্গলবার ইউএনডিপিসহ উন্নয়ন সহযোগী ১৮টি দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধির সঙ্গে বৈঠক করে ইসি। পরে সাংবাদিকদের এসব কথা বলেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই নির্বাচন কমিশনার বলেন, ‘প্রধান উপদেষ্টা ১৬ ডিসেম্বরের বক্তব্যে বলেছিলেন, যদি অল্প পরিমাণে সংস্কারসহ নির্বাচন করতে হয় সেখানেই যদি রাজনৈতিক মতৈক্য গিয়ে দাঁড়ায়, তাহলে পরে এ বছরের শেষ নাগাদ ডিসেম্বর ২০২৫–এ ইলেকশন; আর যদি আরেকটু সংস্কার করার সুযোগ দেওয়া হয়, তাহলে ২০২৬–এর জুন নাগাদ ইলেকশন করা সম্ভব।’ আর্লিয়েস্ট ডেটটা ধরে নিয়ে প্রস্তুতি নিতে হচ্ছে বলে জানান তিনি। এ বিষয়ে নির্বাচন কমিশনের অবস্থান এখনো অপরিবর্তিত বলে জানান।

বৈঠকে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে আবুল ফজল বলেন, একটি প্রশ্ন এসেছিল, দুটো নির্বাচন একসঙ্গে করা যায় কি না। এতে কেমন সময় লাগতে পারে, বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, জাতীয় ও স্থানীয় সরকারের নির্বাচন একসঙ্গে করা সম্ভব নয়। অতীত অভিজ্ঞতায় দেখা গেছে, সব কটি স্থানীয় সরকারের নির্বাচন ধাপে ধাপে করতে গেলে এক বছর সময় লেগে যায়। পুরোপুরি এভাবে স্থানীয় সরকারের নির্বাচন করতে হলে জাতীয় নির্বাচনের সময় পিছিয়ে যাবে। জাতীয় নির্বাচন এখন নির্বাচন কমিশনের অগ্রাধিকার। নির্বাচন কমিশন জাতীয় নির্বাচন নিয়েই এ মুহূর্তে প্রস্তুতি নিচ্ছে। তবে সরকার যদি সিদ্ধান্ত নেয় স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের, সেটা সেভাবে বাস্তবায়ন করতে হবে। এটা সরকারের সিদ্ধান্ত।

সরকার জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত নিলে নির্বাচন কমিশন তা বাস্তবায়ন করবে বলে জানান এই নির্বাচন কমিশনার।

আরেক প্রশ্নের জবাবে আবুল ফজল বলেন, স্থানীয় সরকার নির্বাচন কতটুকু হবে, কোন কোন প্রতিষ্ঠানের হবে, সে সিদ্ধান্ত নেবে সরকার। তখন ইসি বলতে পারবে, এটা জাতীয় নির্বাচনকে প্রভাবিত করবে কি না। তার আগে এটি বলা সম্ভব নয়।

ইউএনডিপি ছাড়াও বৈঠকে যুক্তরাষ্ট্র, জাপান, যুক্তরাজ্য, ইতালি, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া, স্পেন, কানাডা, জার্মানি, চীন, নেদারল্যান্ডস, নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, ফ্রান্স, দক্ষিণ কোরিয়া, ইইউ, তুরস্কের প্রতিনিধিরা অংশ নেন।

বাংলাদেশে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার সাংবাদিকদের বলেন, ইসি গত বছরের ডিসেম্বরে নির্বাচনসংক্রান্ত সহায়তা চেয়ে তাঁদের কাছে অনুরোধ জানিয়েছিল। এর পরিপ্রেক্ষিতে তাদের একটি দল জানুয়ারিতে দুই সপ্তাহ বাংলাদেশ সফর করে। জাতিসংঘ কী ধরনের কারিগরি সহায়তা দিতে পারে তা ওই দলটি নির্ধারণ করে।

স্টেফান লিলার বলেন, তাঁরা নির্বাচন কমিশনকে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনায় সহায়তা করছেন। তাঁরা আশা করছেন, এটি হবে বাংলাদেশের ইতিহাসে সেরা নির্বাচন। তবে নির্বাচনের সময়সূচি নির্ধারণ করা অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনের বিষয়। এখানে তাঁদের কিছু করণীয় নেই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরে প্রযুক্তির শিক্ষার নতুন দিগন্তে এক্সিস আইটি এর শুভ উদ্বোধন

জলঢাকায় বাতাসে দুলছে ধানের শীষ- কৃষকের মুখে হাসির ঝিলিক

দিনাজপুর গুলশান মার্কেটে চাঁদা না দেয়ায় শাওমি শো-রুম ভাংচুর ও লুটপাট

দিনাজপুরে অসামাজিক কার্যকলাপে থাকাবস্থায় ৪ নারীসহ আটক ১০

সমাজ সেবক ডাক্তার মোস্তাফিজার রহমান বসুনিয়ার ইন্তেকাল

নীলফামারী দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি-শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক- গোলাম রব্বানী

উপকূলীয় ৫০০ পরিবারে পাশে দাঁড়ালো দোস্ত এইড

গাইবান্ধা পলাশবাড়ী উপজেলা হাসবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা শীর্ষক কর্মশালা

পঞ্চগড় জেলা ছাত্রদলের উদ্যোগে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ

নীলফামারীতে ১৮তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উদযাপন উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা

১০

কাউনিয়ায় জনপ্রিয় অতন্দ্র জরিপ’ পদ্ধতি

১১

‘মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৫’ পদকে ভূষিত হলেন আব্দুল মোমিন

১২

‘নীলফামারীতে হবে চীন সরকারের হাসপাতাল’

১৩

সংস্কার ছাড়া কোনো নির্বাচন হবে না জলঢাকায় জনসভায় জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান

১৪

নীলফামারীতে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা

১৫

নীলফামারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সাথে মতবিনিময়

১৬

হারানো বিজ্ঞপ্তি

১৭

ইসলামপুরে ৫০০ পরিবারের মাঝে ফুড প্যাকেট বিতরণ

১৮

দোস্ত এইড এর উদ্যোগে দুস্থ পরিবারের মাঝে খানসামায় বিনামূল্যে টিউবওয়েল বিতরন

১৯

নীলফামারীতে নিষিদ্ধ ঘোষিত হাইড্রোলিক হর্ণ যানবাহনে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণে অভিযান

২০