বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কাজীরহাট থানাধীন লতা ইউনিয়নে খাজুরিয়া উপ-প্রকল্প বেড়িবাধঁ রাস্তা নির্মানের কাজ চলছে। স্থাণীয় সূএে জানাগেছে, লতার নদী সংযুক্ত খাল বয়ে গেছে তুলাতলী হতে বিদ্যানন্দপুর ইউনিয়নের কাটাখালী পর্যন্ত। খালের প্রান্তে বেড়িবাধঁ রাস্তা সহ দু”প্রান্তে ভেঙ্গে গেছে, কোথায় দেখা গেছে রাস্তার মাঝ খানে দেবে গেছে রাস্তার পাশ ধ্বসে পড়ছে। ভোগান্তির মধ্যে দিয়ে যাতায়ত করতে এলাকাবাসী। খাজুরিয়া উপ-প্রকল্প বেড়িবাধেঁর বাজেট বাস্তবায়ন হয় উদয়পুর গ্রামের তুলাতলী সুইচগেট হতে খানঁ মার্কেট হয়ে চরসন্তোষপুর গ্রামের মোল্লা বাড়ী সুইচগেট পর্যন্ত। বেড়িবাধেঁর নির্মানাধীন কাজ তুলাতলী সুইচগেট থেকে উদ্ধোধন করেন ২ রা ফ্রেব্রæয়ারী। রাস্ত নির্মানাধীন কাজের অগ্রগতি তদারকি করতে আসেন ইঞ্জিনিয়র এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি,এন,পি লতা ইউনিয়নের বি,এন,পি নেতা মোঃ হুমায়ন কবির খানঁ,যুবদল মোঃ বশির আহম্মেদ খানঁ (ইমরান) স্বেচ্ছাসেবক মোঃ ফয়সাল খানঁ সহ স্থাণীয় লোকজন। জানাগেছে, কাজ চলমান রাস্তার পাশে মাটি দিয়ে মেরামত চলছে কোথাও বাশের পাইলিং দিয়ে মাটি ঠেকানোর ব্যবস্থা করে মাটি দিয়ে বেড়িবাধঁ প্রকল্প বাস্তবায়ন চলছে। বর্তমানে কাজের অগ্রগতী দেখে স্থাণীয়রা প্রশংসা করছেও জানায়। খাজুরিয়া উপ-প্রকল্পের সভাপতি বিদ্যানন্দপুর ইউনিয়নের সাবেক র্স্বন-পদক ও বার বার নির্বাচিত চেয়ারম্যান আঃ জব্বার খানঁ। এ বিষয় প্রকল্পের সভাপতির মুঠো ফোনে কল করলে ফোন বন্ধ পাওয়া গেছে। বেড়িবাধেঁর বাজেট ও কত মিটার কাজ বিস্তারীত জানাযায়নী তবে আগামী জুন মাস২০২৫ সাল পর্যন্ত এ কাজের মেয়াদ চলমান।
মন্তব্য করুন