আজব ঘটনা আল্লাহর সৃষ্টি ৪ মাথা বিশিষ্ট খেজুর গাছ এমন গাছটি বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নে রাস্তার পাশে দেখতে পাওয়া গেছে। খেজুর গাছটি নেয়ামত আলীর জমির উপর বলে জানাগেছে। খেজুর গাছ থেকে রস সংগ্রহ করছে ঐ এলাকার গাছি মোঃ করিম হাওলাদার। স্থাণীয়রা জানিয়েছে ঐ গাছ থেকে ৪ হাড়ি রস সংরক্ষন করছে। প্রতি হাড়ি ৪”শত টাকা দরে বিক্রি করছে গাছি। আরো জানায় জ্জ গাছ মিলে ১হাড়ি রস সংরক্ষন করা সম্ভব হয়না। আল্লাহর রহমতে ১টি গাছ থেকে ৪ হাড়ি রস সংরক্ষন হয় বিক্রি করতে পারে ১৬”শত টাকা। ৪ মাথা বিশিষ্ট খেজুর গাছের রস খুবই মিষ্টি এজন্য ঐ এলাকার লোকজন ঐ গাছের রস পছন্দ করে ক্রয় করতে অগ্রীম টাকা ও গাছি কে প্রদান করেন।
মন্তব্য করুন