বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কাজীরহাট থানা ৬নং বিদ্যানন্দপুর ইউনয়নের ৫ নং ওয়ার্ডের মধ্য রতনপুর গ্রামের মোতালেব হাওলাদর ওরফে ঘোল মাঠা বিক্রেতার ছেলে ফার্নিচার কর্মচারী শাহিন হাওলাদা (৩৭) স্ত্রী খাদিজা বেগম (৩২) কে কাজীরহাট থানা পুলিশ খুঁজছে। পুলিশ সূএে জানাগেছে,স্বামী স্ত্রী ২ টি মামলার ওয়ারেন্ট ভুক্ত অসামী। মামলার এজাহার সূএে জানা গেছে গত ৭ই জুন ২০২৪ সকাল ১১ ঘটিকায় প্রকাশ্য দিবালকে কাজীরহাট খানঁ মার্কেট সংলগ্ন সুরাইয়া খানঁমের বসত ঘরের তালা ভেঙ্গে চুরি করে মালামাল নগদ টাকা ও র্স্বন অলংকার নিয়ে যায়। ভুক্তভোগী সুরাইয়া খানঁম জানায়, ডির্পোস প্রাপ্ত স্বামী ছিলেন শাহিন তার নেতৃত্বে আমার বসত ঘরে চুরি করে শাহিনের নবাগত স্ত্রী এবং ছেলে ইসতিয়াক ও মোস্তাকিন কে দিয়ে। বাদিনী বরিশাল সিনিয়র জুডিশিয়ল ম্যাজেষ্ট্রিট আদালতে মামলা করেন যাহার নং ৯২/২৪। মামলা কাজীরহাট থানা তদন্তকারী এস আই শফিকুল ইসলাম তিনি স্বামী স্ত্রী কে আসামী করে চার্জশীট আদালতে প্রেরন করেন। আসামী আদালতে হাজিরা না দিয়ে পালিয়ে আছে। অপর দিকে শাহিন নতুন ফন্দি করে সুরাইয়া খাঁনম কে ঘায়েল করতে ২ ছেলে কে দিয়ে নাটক সাজিয়ে মিথ্যে ঘটনা নিয়ে কাজীরহাট থানায় মামলা করতে আসে। কাজীরহাট থানা অফিসার্স ইনচার্জ শাহাবুদ্দিন তিনি বিষয়টি সাজানো নাটক মনে করে পুলিশকে শাহিনের বাবা বাড়ি পাঠায়। পুলিশ তদন্ত করে জানিয়েছে শাহিন ও তার স্ত্রী সহ ২ ছেলে নাটক সাজিয়েছে। পুলিশ সূএে জানাগেছে, ২ ভাই মারামারি করে রক্তাক্ত ক্ষরন হয় ছোট ভাইর। এ ঘটনায় পুলিশের কাছে জানায় পূর্বে ডির্পোস দেওয়া স্ত্রী সুরাইয়া খানঁম দা” দিয়ে আমার ছেলেকে কুপিয়েছে। এ ঘটনায় সুরাইয়া খানঁম কাজীরহাট থানায় সাধারন ডায়েরী করেন যাহার নয় ৫৪৫ তাং ২০/৮/২৪ তাং সাধারন ডায়েরী প্রসঙ্গে তদন্তকারী কর্মকর্তা এ এস আই মামুন তিনি বরিশাল আদালতে পজিকেসনের অনুমতি চাইলে আদালত গ্রহন করে। এই নাটকের ঘটনায় স্বামী স্ত্রী ২ জন কে আসামী করে তদন্ত কর্মকর্তা ধারা ৫০৬(২) পেনাল কোড, নন জি,আর ৪৭/২৩ কাজীরহাট। বর্তমানে ২ মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী স্বামী স্ত্রী।
মন্তব্য করুন