রংপুরে অনুষ্ঠিত হলো ১২ টি দম্পতির ঐতিহাসিক বিয়ে।
বিয়ে আপনার, খরচ আমাদের ও যৌতুককে ঘৃণা করি, সহজলভ্যে মোহরানা আদায় করি এই প্রতিপাদ্য ৩য় পর্বে রংপুরের কামাল কাছনা গুঞ্জন মোড়ের রূপকথা থিম পার্কে Alhaj Shamsul Hoque Foundation এর উদ্যোগে রংপুর জেলায় ১২ টি দম্পতির বিয়ে সমাপ্ত হয়৷
এসময় উপস্থিত ছিলেন সংগঠনে চেয়ারম্যান মাহামুদ নাছির উদ্দিন, ফাউন্ডেশনের কর্মকর্তা আবু হাসান, মোঃ রুবেল ইসলাম। উক্ত অনুষ্ঠানে স্বেচ্ছাসেবী হিসাবে উপস্থিত ছিলেন মোঃ কামরুজ্জামান কামরুল, আসাদুজ্জামান বাবুল, আসাদ সহ আরো অনেকে।
মন্তব্য করুন