নীলফামারীতে ৫৩তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা-২০২৫ শুরু হয়েছে।
শনিবার সকালে নীলফামারী সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে বেলুন উড়িয়ে ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র। জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান, জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেম এ সময় উপস্থিত ছিলেন। বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির সদস্য সচিব ও জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান জানান, ক্রিকেট, ভলিবল, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, বাস্কেটবল, হকি, অ্যাথলেটিকস ও সাইক্লিং প্রতিযোগীতায় ছয় উপজেলার ছেলে মেয়েরা অংশ নিচ্ছে। আগামী ১০ই ফেব্রুয়ারি বিকেলে পুরস্কার বিতরণ করা হবে এই প্রতিযোগীতার।
মন্তব্য করুন