তিস্তা নদীর পানির নায্য হিস্যা আদায় ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে দু’দিনের লাগাতার কর্মসুচি সফল করতে নীলফামারীর জলঢাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।
শনিবার বিকেলে জলঢাকা উপজেলার কৈমারী, ডাউয়াবাড়ি ও গোলমুন্ডা ইউনিয়নে এই গণসংযোগ কর্মসুচি পালন করা হয়। এতে নেতৃত্ব দেন নীলফামারী জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার।
এ সময় জেলা বিএনপির দপ্তর সম্পাদক আক্তারুজ্জামান আক্তার, জলঢাকা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম, জলঢাকা পৌর বিএনপির সভাপতি রশিদুল ইসলাম বাঙালি ও সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার ভুট্টু, জেলা শ্রমিক দলের সভাপতি নুর আলম, নীলফামারী সদর উপজেলার ইটাখোলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাওসার আলী, গোড়গ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান, তাঁতীদলের সাধারণ সম্পাদক হোসেন আলী উপস্থিত ছিলেন।
জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিস্তার পানি রংপুর, বগুড়া, দিনাজপুর ক্যানেলের মাধ্যমে সেচ প্রদানের ব্যবস্থা করে দিয়েছেন কিন্তু ভারত গজল ডোবায় বাঁধ দিয়ে তিস্তার পানি একতরফা ভাবে ব্যবহার করছে। আমরা পানি নায্য হিস্যা পাচ্ছি না। প্রসঙ্গত আগামী ১৭ ও ১৮ ফেব্রুয়ারি তিস্তা তীরবর্তী এলাকায় লাগাতার কর্মসূচির মাধ্যমে তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা আদায় ও মহাপরিকল্পনা বাস্তবায়নে আওয়াজ তোলা হবে।
মন্তব্য করুন