নীলফামারী জেলার ডোমার উপজেলা মহিলা দলের র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে হাজার হাজার ডোমার উপজেলা মহিলা দলের নেতাকর্মী ও সদস্যদের নিয়ে শহরের গুরুত্বপূর্ণ রাস্তায় প্রদক্ষিণ শেষে ডোমার নাট্যসমিতি হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।
ডোমার উপজেলা মহিলা দলের সভাপতি আসমা তারা লাকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি রেয়াজুল ইসলাম কালু,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক আখতারুজ্জান সুমন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল বারী বুলবুল,সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান টুলু,মাসুদ বিন আমিন সুমন,বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ডোমার উপজেলা শাখার আহ্বায়ক ইমরানুল হক আনোয়ার, অন্যতম যুগ্ন-আহ্বায়ক আব্দুর রশিদ, ডোমার উপজেলা ছাত্র দলের সদস্য সচিব আশরাফুল ইসলাম পৌরসভার সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকীব আল আকাশ সহ ডোমার উপজেলা সকল ইউনিয়ন বিএনপির সকল সভাপতি/সাধারণ সম্পাদক প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডোমার উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শাহানারা বিথি।
মন্তব্য করুন