১৫ মিনিট সময় লাগে পার হইতে,মোগো এহেনের লিম্বার,চিম্বার কইছে ব্রিজ কইরগা দেবে। মোরা স্বাধীন দেকলাম ব্রিজ দেকলাম না। এসব কথা চাপা ক্ষোভে ফুফিয়ে ফুফিয়ে বললেন এলাকার বুড়ো মানুষেরা। সরজমিনের চিএ, এমন দৃশ্য বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার চরাঞ্চল দ্বীপ চরএককরিয়া ইউনিয়নের শান্তিরহাট বাজার সংলগ্ন খালের উপর বাশেঁর সাকোঁ ৪ গ্রামের মানুষের ভোগান্তী ৪৫ বছর অতিবাহীত হলেও আজ ও ব্রিজে রুপান্তীত হয়নী। স্থাণীয়রা জানিয়েছে,এলাকাবাসী একাধিক বার স্থাণীয় জন প্রতিনিধিদের নিকট দাবী জানিয়েছে ব্রিজ নির্মানের।সেই বাশেঁর সাকোঁই রয়ে গেল। এলাকাবাসীর সহযোগীতায় নিজেদের উদ্দ্যেগে বাশেঁর সাকোঁ তৈরী করেন প্রায় ৪৫ বছর পূর্বে। খালের উপর সাকোঁ এই খালটি বয়ে গেছে লালখারাবাদ হয়ে নদী সংযুক্ত। এলাকার লোকজনদের সাথে কথা জানাগেছে,সারা বছর এই জোয়ার ভাটা পানি আসাযাওয়া করে। ঐ এলাকার লোক সাধারন মানুষেরা জানায়,উত্তর দক্ষিন পাড়ার সাকোঁ নামেই পরিচিত। সাকোঁর দক্ষিন পাড়ে রয়েছে শান্তিরহাট বাজার ও দরবেশ কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়। শান্তিরহাট বাজার পল্লি চিকিৎক মোঃ আনোয়ার হোসেন জানায়, র্দীঘ বছর যাবৎ এলাকাবাসীর চরম ভোগান্তি বাশেঁর সাকোঁর উপর দিয়ে পারাপার। এই সাকোঁর উপর দিয়ে হাট বাজার, শিক্ষা প্রতিষ্টান প্রাথমিক বিদ্যালয়ের কোমল মতি শিশু সহ খেটে খাওয়া মানুষ পারপার হচ্ছে। কলেজ শিক্ষার্থী মাসুদ হাওলাদার বলেন আমি ছোট থেকেই সাকোঁর উপর দিয়ে পারাপার হয়েছি। আমার বাপ চাচারা ছোট থাকতে এই সাকোঁ তৈরী করেছেন। এ যাবৎ সাকোঁই আছে কিস্তু ৪টি গ্রামের লোকজনদের পারাপার ও ভোগান্তীও দূর্ঘটনার বিষয় আমলে নেই নেতাদের। প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষক বলেন বাশেঁর সাকোঁর উপর দিয়ে বাচ্চারা বিদ্যালয়ে আসতে পরেনা বলে বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি সংখ্যা কম। চরএককরিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মেম্বার মোঃ শাকিল আহম্মেদের মুঠো ফোনে করলে ফোন বন্ধ পাওয়া যায়। চেয়ারম্যান মোঃ মকিম তালুকদারের কাছে জানতে চাইলে তিনি জানান, এলাকাবাসীর চরম ভোগান্তীও দূর্ঘটনার শিকার বাশেঁর সাকোঁ এ বিষয় ব্রিজ নির্মানের একান্ত প্রয়োজন মনে করে মেহেন্দিগঞ্জ উপজেলায় মাসিক সভায় আলোচনা করিয়াছি কোন ফলশ্রুতি পেলাম না। আমি এলাকাবাসীর চরম ভোগান্তি ও দূর্ঘটনার কবল থেকে রক্ষা পাওয়ার এবং এলাকা উন্নয়নের বিষয় আমি কাজ করে যাচ্ছি অচিরেই আমি লিখিত ভাবে আবেদন জানাবো। উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছেন ৪টি গ্রামের কয়েক হাজার,হাজার মানুষ তাদের ভোগান্তির বিষয়টি সরোজমিন ঘুরে দেখে বাশেঁর সাকোঁর পাশেই ব্রিজ নির্মানের দাবী জানিয়েছেন।
মন্তব্য করুন